সদ্য গত হয়েছেন বলিউডের অন্যতম বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। নায়কের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং টেলিভিশন জগত।
নায়কের মৃত্যুসংবাদ আসার পরে জানতে পারা যায় যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মিঠুদা। কিন্তু আসল সত্য কী? মুখ খুললেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।
সংযুক্তা জানিয়েছেন মঙ্গলবার খরকুটো ধারাবাহিকের সেটেই অসুস্থ অনুভব করেন অভিষেক।
ফোন যায় সংযুক্তার কাছে। তাঁকে বলা হয় যেন তাড়াতাড়ি অভিষেককে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তাড়াতাড়ি সংযুক্তা সেখানে পৌঁছে দেখেন অভিষেক রীতিমতো কাঁপছেন। সম্ভবত খাদ্যে বিষক্রিয়া হয়েছিল। এলার্জির ওষুধ দেওয়া হলেও কাঁপুনি থামেনি। স্টুডিওর বাইরে আসতেই বমি করে ফেলেন।
নিজের পায়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না নায়কের। পরেরদিন নায়কের সমস্ত কাজের রুটিন বাতিল করে দেন। কিন্তু ডেটের চাপে সেটা বাতিল করা যায়নি। তাই বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে শুট করেন। আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার কথা বললেও রাজি হননি অভিষেক। তারপরেই ভোররাত্রে প্রয়াত হলেন তিনি।
নায়কের মৃত্যুতে কেঁদে ভাসিয়েছেন তাঁর সহকর্মীরা। নায়কের সময়কার সহকর্মীদের কাছে এখনও নায়কের মৃত্যু গ্রহণযোগ্য নয়। তাঁরা সকলেই বারবার বলেছেন শরীর নিয়ে একেবারেই সচেতন ছিলেন না অভিষেক।