পশ্চাদ্দেশ পুরো ফাঁকা, উর্ধ্বে নামমাত্র পোশাকে কাঁচা বাদাম গানে কোমর দোলালেন উর্ফি জাভেদ! মুহূর্তেই ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর ভাইরাল হয়ে গিয়েছেন। আর তাঁর দৌলতে আবার হাজার তরুণ তরুণী ভাইরাল হয়েছে যারা এই ‘কাঁচা বাদাম’ ট্রেন্ডে গা ভাসিয়েছে। ভাইরাল এই গানে কখনও নাচতে দেখা যাচ্ছে তারকাদের কখনও আবার দেশ বিদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটাররাও বাদ পড়েননি এর থেকে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এখন রাজত্ব উর্ফি জাভেদের। আর এই ট্রেন্ড থেকে তিনি বাদ পড়বেন এমনটা তো ভাবাই যায় না।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কাঁচা বাদাম গানে নাচ করে ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছেন উর্ফি জাভেদ। বরাবরের মতোই খোলামেলা পোশাকে ভিডিও বানিয়েছেন তিনি। কালো রঙের ব্যাকলেস টপ ও নীল জিন্স পরা উর্ফির ভিডিও সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। আর শুধু তাই নয়, এর ফলে নেটিজেনদের চর্চার মুখে পড়েন উর্ফি। তিনি তাঁর পোশাক নিয়ে বারবারই বিতর্কে থাকেন। এবারও তার অন্যথা হলো না। আর অনেকেই প্রশ্ন করছেন তাঁর রুচিবোধ নিয়ে। তবে উর্ফি এই ধরনের পোশাক পরার কারণেই ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

অন্যদিকে, গত সোমবার এক ফ্যানের সঙ্গে ছবি তুলতে গিয়ে হেসে অস্থির হয়ে যান উর্ফি। আসলে ঐ ফ্যান মুখে পান মশলা চিবাচ্ছিলেন। থুতু ফেলে দৌড়ে ছবি তুলতে যান। এই কীর্তিতে হেসে ফেলেন উর্ফি।

You cannot copy content of this page