অর্ধন’গ্ন কেন ন’গ্ন হয়ে নাচুন! বি’কিনি পরে নাচনকোঁদন করে কটাক্ষের শিকার উরফি জাভেদ

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই একটি নাম উঠে আসছে উরফি জাভেদ। বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী নিজের পোশাকের কারণে বারবার আলোচনায় উঠে আসছেন আর ভাইরাল হয়ে পড়ছেন। সম্প্রতি উর্ধাংশে কোন পোশাক না পরে বাইরে বেরিয়ে গিয়েছিলেন তিনি। তা নিয়ে ব্যাপক কটাক্ষে শিকার হতে হয়েছে উরফিকে। এবার আবার এক কীর্তি করলেন।

বি’কিনি ডান্স ভাইরাল হয়েছে তার। দেখা গেল পরনে মাল্টিকালার বি’কিনি ও তার উপরে একই রঙের বি’কিনি কোট পরা।

খোলা চুল এবং তার সঙ্গে হালকা মেকআপ। সম্পূর্ণ ছুটির আমেজে রয়েছেন উরফি। ক্যাপশন এর সঙ্গে আবার লিখেছেন ট্রেন্ডের সঙ্গে চলা খুব একটা ভালো নয়। উরফি নিজে ট্রেন্ডে গা না ভাসালেও তিনি যে ট্রেন্ডে উঠে আসেন সে কথা বলাই বাহুল্য।

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিশ্র প্রতিক্রিয়া এসেছে সেইসঙ্গে। Are you ok গানে কোমর দুলিয়েছেন তিনি।

নেটিজেনরা বিভিন্ন কমেন্টে ভরিয়েছে কমেন্ট বক্স। কেউ কেউ আবার প্রশংসা করেছে এই নাচের। আবার কেউ কেউ তুলোধনা করেছে উরফিকে। লিখেছে অর্ধন’গ্ন কেন সম্পূর্ণ ন’গ্ন হয়ে যাও। পাগল মহিলা বলে কটাক্ষ করেছে তাঁকে। তবে বিগ বছরই প্রতিযোগী কিন্তু নিজের ছন্দে মাতোয়ারা।

 

View this post on Instagram

 

A post shared by Urrfii (@urf7i)

You cannot copy content of this page