“ছাপ্পা মার্কা ভিলেন হয়ে গেছি!” বর্তমান বাংলা সিরিয়ালের কোন‌ও কোয়ালিটি নেই! অকপট বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখার্জী

বাংলা বিনোদন জগতের একজন অতি জনপ্রিয় মুখ তিনি। থিয়েটারের মঞ্চ থেকে বড়পর্দায় সর্বত্রই তার অভিনয় দাগ কেটেছে সাধারণ মানুষের মনে। তপন সিনহা থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, বাংলার তাবড় তাবড় পরিচালকদের সঙ্গে তার একের পর এক হিট সিনেমা মন জয় করে নিয়েছে দর্শকদের। সমৃদ্ধ করেছে বাংলা সিনেমাকে। তিনিই বাংলার স্বনামধন্য অভিনেতা সুমন্ত মুখার্জী (Sumanta Mukherjee)।

কোন কোন সিনেমায় অভিনয় করেছেন সুমন্ত মুখার্জী

পরিবারের সকলেই ছিলেন পেশাগত থিয়েটার অভিনেতা ফলেই অভিনয় ছিল তার রক্তে। অভিনেতার দাদাও ছিলেন একজন জনপ্রিয় অভিনেতা। কিন্তু কারুর কোন সাহায্য ছাড়াও নিজের অভিনয়ের দক্ষতায় অডিশন, লুক সেটের মাধ্যমে ১৯৮৬ আতঙ্ক সিনেমায় অভিনয় করার সুযোগ পান তিনি। তপন সিনহা পরিচালিত এই সিনেমাটিতে তার সংলাপ “মাষ্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি” আজও একইভাবে জনপ্রিয় দর্শক মহলে। এছাড়াও নাগপাশ, বিধিলিপি, আবহমান, দোসর, শুভ মহরত, নৌকাডুবি, অন্দরমহল, অকৃতজ্ঞ, মাছের ঝোল, তিন কাহন সহ একাধিক সিনেমার অভিনয় করেছেন তিনি।

কোন কোন ধারাবাহিক অভিনয় করেছেন সুমন্ত মুখার্জী

তবে সিনেমার পাশাপশি ধারাবাহিকেও অবাধ বিচরণ রয়েছে তার। সুবর্নলতা, মোহর, রামপ্রসাদ, কিরণমালা, গৌরী এলো, গোধূলি আলাপ, গোয়েন্দা গিন্নি, আমার দুর্গা, আলোর কোলে সহ একাধিক ধারাবাহিকেও অভিনয় করে চলেছেন তিনি। বর্তমানে স্টার জলসার কথা ধারাবাহিকে কর্তা দাদুর চরিত্রে তার অভিনয় মন জয় করে নিয়েছেন দর্শকদের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্তমানে বিনোদন জগৎ নিয়ে মুখ মুখেছেন তিনি।

একের পর এক খল চরিত্রে অফার, কি বললেন সুমন্ত মুখার্জী

সংবাদ মাধ্যমকে সুমন্ত মুখার্জী জানিয়েছেন “আমি যখন আতঙ্ক করেছিলাম তখন আমায় তপন সিনহা বলেছিলেন এটা খল চরিত্রে নয় পরিস্থিতি এই ছেলেটিকে দিয়ে সবটা করাচ্ছে। তুমি ব্লেডের ওপর হাঁটছো। কিন্তু সাধারণ মানুষ সিনেমার চরিত্রের এত লেয়ার বুঝবে না। তবে তারপরও থেকেই একের পর এক সিনেমার আমি খল চরিত্রে পেয়ে গেছি। প্রথমদিকে আমি অনেক সিনেমাকে না করেছি কিন্তু পরে একজন সিনিয়র বললেন বেশি না করলে পড়ে কাজ পাবো না। সেই থেকেই আমি হয়ে গেলাম ছাপ্পা মার্কা ভিলেন।”

বর্তমানে বাংলা সিনেমা নিয়ে কি বললেন সুমন্ত মুখার্জী

বর্তমানে সিনেমার পরিস্থিতি নিয়ে বলতে হয়ে তিনি বলেছেন “বর্তমানে ভালো সিনেমা নেই। মাঝে যা যা সিনেমা হয়েছে সব সাউথের আর একই সিনেমা মানুষ কেন দেখবে ফলে খারাপ বাংলা ছবি হতে হতে ইন্ডাস্ট্রিটাই ডুবে গেছে। ওই দুই একটা এখন করছে বাংলার সিনেমা ব্যস। নিজস্ব ভালো গল্প হলে মানুষ আবার দেখবে। আগেকার সব আলাদা তপন
সিনহা, ঋতুপর্ণ সব অভিনয় জানত এখনকার পরিচালকরা অভিনয় জানে না। বাংলা ভাষাটাকেও বোঝেও না। ঠিক বললে বলবে এটা ঠিক তো সমস্যা হবে না তো পড়ে চেঞ্জ করলে?”

আরও পড়ুন: বিরাট সুখবর! শিমুলের মুখে সুখবর শুনে দারুণ খুশি হল মধুবালা দেবী আর পরাগ! তবে কী আসছে সন্তান?

ধারাবাহিকে নিয়ে কি বললেন সুমন্ত মুখার্জী

যদিও ধারাবাহিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন ধারাবাহিকটি তাকে সুযোগ করে দিয়েছে নানান চরিত্রতে অভিনয় করার। যদিও বর্তমানে ধারাবাহিক নিয়ে আক্ষেপ করে তিনি জানিয়েছেন “এখন তো সিরিয়ালগুলোর গল্পও হিন্দি থেকে নেওয়ায় হয়। সিরিয়া লেও ওই এক কাহিনী গ্রামের মেয়ে শহরের ছেলে, কোন কারণে বিয়ে করেছে তারপর শ্বশুরবাড়িতে অত্যাচার। গল্পের মাথা মুন্ডু নেই। তাও গীতা LLBর মতো কয়েকটা গল্প হয় বাংলায়। ভবিষ্যতে কি হবে কেউ জানে না।” তবে অভিনয়কে ভালোবেসেই এখনও অভিনয়ের সঙ্গেই নিজেকে যুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

Back to top button