TRP LIST: উড়ন তুবড়ি’কে হুশ করে নিভিয়ে দিল ছোট্ট নোলক রানী!একদম বড় চমক টপারশিপে, শেষ উইকে কামাল করল মন ফাগুন

চলে এলো চলতি সপ্তাহের টিআরপি রেটিং। প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা থেকেই উৎসাহটা প্রচুর বেশি থাকে মানুষের কারণ বেলা বারোটা নাগাদ আসে টিআরপি। সেই সপ্তাহে কে প্রথম হলো আর কে হেরে গেল সেটা মানুষ যেমন অধীর আগ্রহে দেখে সেরকম চ্যানেলগুলোও ভালোমতো নজর রাখে। কারণ টি আরপি র আর স্লট লিডিং এর ওপর নির্ভর করে কোন ধারাবাহিক কতদিন চলবে তার ভবিষ্যৎ।

প্রত্যাশা মতই এই সপ্তাহে প্রথম হয়েছে মিঠাই। এই নিয়ে ৫৬ বার হয়ে গেল। আবার কিছু ধারাবাহিক অপ্রত্যাশিত ফলাফল করেছে। যেটা ভাবা গেছিল ঠিক সেটাই হয়েছে।স্টার জলসা বুদ্ধি করে গোধুলী আলাপকে রাত সাড়ে দশটার স্লটে দিয়ে ভালো করেছে। উড়ন তুবড়িকে নিভিয়ে দিয়েছে নোলক রানী।

আবার অপ্রত্যাশিতভাবে আয় তবে সহচরী বোধিসত্ত্বের বোধ বুদ্ধিকে এই সপ্তাহে হারিয়েছে। তাই মনে করা হচ্ছে যে টিআরপি কম হলেও যেহেতু স্লট লিড করছে তাই যে খবরটা বাজারে ছড়িয়ে গেছে যে আয় তবে সহচরী বন্ধ হচ্ছে সেটা মনে হয় হবে না । একই কারণে গুড্ডি ও বন্ধ হবে না। বারবার হারছে ধুলোকণা তাই ধুলোকণাকে সরিয়ে হরগৌরী পাইস হোটেল আসতে পারে।

আসুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের পুরো টিআরপি লিস্ট।

5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (৩.৪) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : নবাব নন্দিনী (৪.০) | পিলু (৪.৪)
6:30 PM : সাহেবের চিঠি (৫.১) | খেলনা বাড়ি (৫.৫)
7:00 PM : গাঁটছড়া (৭.৪) | উমা (৬.৪)
7:30 PM : আলতা ফড়িং (৭.৫) | গৌরী এলো (৭.৯)
8:00 PM : ধুলোকণা (৬.৭) | মিঠাই (৮.৩)
8:30 PM : মন ফাগুন (৬.৩) [Last Week] | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.১)
9:00 PM : এক্কা দোক্কা (৫.৩) | এই পথ যদি না শেষ হয় (৫.৬)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৩) | লালকুঠি (৪.৮)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৬) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.৫)
10:30 PM : গোধূলি আলাপ (৩.৬) | উড়ন তুবড়ি (৩.৪)
11:00 PM : সাহেবের চিঠি (১.৮) [Repeat] | শিশু ভোলানাথ (২.১)

✨NON FICTION✨
রান্নাঘর (১.৩)
সা রে গা মা পা (৬.০)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৯)
Dance Dance Junior (৪.৪)
জন্মাষ্টমী স্পেশাল (৪.১)