লীনা গঙ্গোপাধ্যায়(Leena Ganguly)। বাংলা ধারাবাহিকের অন্যতম কারিগর। বিভিন্ন জনপ্রিয় বাংলা ধারাবাহিকের(Bengali serial) গল্পকার তিনি। তাঁর কলম থেকেই বেরিয়েছে বাঙালি টেলিভিশন প্রিয় দর্শকদের
দিল জিতে নেওয়া একাধিক ধারাবাহিক। দুরন্ত সব গল্প, দারুণ সব প্লট, চরিত্রের আধুনিক সব নাম তাঁরই মস্তিষ্ক প্রসূত।
ধারাবাহিকের প্রাইমটাইমে রাজত্ব করে তাঁর ধারাবাহিক। ‘জল নুপুর’, ‘চোখের তারা তুই’, ‘পুণ্যিপুকুর’, ‘ইচ্ছেনদী’, ‘ফাগুন বউ’, ‘নকশি কাঁথা’, ‘ইষ্টিকুটুম’, ‘খড়কুটো’, ‘শ্রীময়ী’, ‘দেশের মাটি’, ‘মোহর’, ‘ধুলোকণা’, ‘গুড্ডি’, ‘বালিঝড়’ একাধিক ধারাবাহিকের লেখিকা হলেন লীনা গঙ্গোপাধ্যায়।
লীনা গঙ্গোপাধ্যায় একাধারে লেখিকা, চিত্রনাট্যকার, পরিচালক এবং প্রযোজকও বটে। তাঁর মস্তিষ্কপ্রসূত গল্প বাংলা তো বটেই বাংলার পাশাপাশি আন্যান্য ভারতীয় ভাষাতেও দারুণভাবে জনপ্রিয়। যেমন ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জনপ্রিয়তাকে দেখে এই ধারাবাহিক হিন্দিতে বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হিন্দি টিভির অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় অন্যতম রূপালি গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুপমা’। স্টার প্লাসের সম্প্রচারিত হত এই ধারাবাহিক।
এছাড়াও হয়েছে, ইষ্টিকুটুমের রিমেক ‘ইমলি’, কুসুমদোলার রিমেক ‘গম হ্যায় কিসিকে পেয়ার মেইন’। স্টার মা চ্যানেলে হয়েছে মোহরের রিমেক গুপেনডান্থা মনুসু। এই ধারাবাহিক তেলেগুটপার। খড়কুটোর রিমেক
পাল্লাকিলো পেলিকুথুরু।
লীনা গঙ্গোপাধ্যায় শুধু জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টেস-এর যৌথ কর্নধার নন, তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনও বটে। এই বিপুল সাফল্য সত্ত্বেও বিভিন্ন সময় কটাক্ষবিদ্ধ হতে হয়েছে তাঁকে। তাঁর লেখা গল্প ‘গাঁজাখুরি’, ‘পর’কীয়ার আখড়া’, এমনকী তাঁকে পাগল বলেও কটাক্ষ করেছেন নেটিজেনরা। এমনকী বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় রাগের বর্শবর্তী হয় বলেছিলেন, ‘ওই মহিলাকে তো গুলি করে মে’রে ফেলা উচিত’।