সম্প্রতি জি বাংলায় এসেছে নতুন ধারাবাহিক ‘মুকুট’। যদিও ধারাবাহিকটি টিআরপিতে তেমন ভালো স্কোর করতে পাচ্ছে না। শোনা যায়, নতুন এই ধারাবাহিক মাত্র কিছুদিনেই স্লট হারায়। ধারাবাহিকে জুটি বাঁধছেন শ্রাবণী ভুইয়াঁ ও অর্ঘ্য মিত্র। নতুন মেগার গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন স্নেহাশিস চক্রবর্তী। ২৭ মার্চ থেকে জী বাংলায় শুরু হয়েছে এই ধারাবাহিক। রাত ৯টা ৩০ এর স্লটে সম্প্রচারিত হয় ‘মুকুট’। ব্লুজ প্রোডাকশন হাউজের ব্যানারে এসেছে এই ‘মুকুট’।
আর এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ ‘দোল’ চরিত্রে ছিলেন ‘কড়িখেলা’র অভিনেত্রী শ্রীপর্ণা রায়। কিন্তু কিছুদিন করার পর হঠাৎই তিনি ধারাবাহিকটি ছেড়ে দেন। হয়তো টিআরপি কমের জন্যই কাজ করতে চাননি, এমনটা মনে করেন অনেকে। তারপর শোনা যায়, জি বাংলা থেকে এবার তিনি ফিরছেন স্টার জলসায়। নতুন ধারাবাহিকের মেইন লিড কিংবা দ্বিতীয় লিড থাকছেন তিনি। ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ হলেন শ্রীপর্ণা রায়।
একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে, এর মধ্যে আছে আঁচল, ওম নমঃ শিবায়, ইত্যাদি। শেষবার কড়িখেলা ধারাবাহিকে দেখা গিয়েছিল পারমিতার চরিত্রে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘মুকুট’এ। তবে মুকুট শেষে কোন ধারাবাহিকে ফিরছেন শ্রীপর্ণা? সেই খবর এবার এল প্রকাশ্যে। জানা গেল, স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’তে আস্তে চলেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, সোজা আসছেন ঋদ্ধিমান সিংহ রায়ের বিপরীতে।
তবে কি খড়ি ফায়ার আসছে শ্রীপর্ণার বেশে? তবে কি বেঁচে আছে খড়ি? প্লাস্টিক সার্জারি করে সে আবার সিংহ রায় পরিবারে ফিরছে? তবে শোনা যাচ্ছে, পজিটিভ চরিত্রে নয়, নেগেটিভ চরিত্রে আসছেন শ্রীপর্ণা। যদিও কবে আসছে বা বাকি বিস্তারিত তথ্য এখনও কিছু নিশ্চিত ভাবে সামনে আসেনি। বর্তমানে বড় লিপ নিয়েছে ধারাবাহিক ‘গাঁটছড়া’। সম্প্রতি ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছিল তাতে বহুসময় গুঞ্জন শোনা গিয়েছে, ধারাবাহিকটি ইতির খাতায় নাম লেখাতে চলেছে। এরমাঝেই খড়ির মৃত্যু এক নতুন টুইস্ট এনে দিয়েছে ধারাবাহিকে।
উল্লেখ্য, ধারাবাহিকে ঋদ্ধিমান সিংহ রায়-এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং খড়ি সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। এবার শোলাঙ্কির জায়গায় গৌরবের বিপরীতে নেগেটিভ চরিত্রে আসছেন শ্রীপর্ণা। খড়ির মৃত্যুর পরই ধারাবাহিকের গল্প এগিয়েছে ২০টি বছর। আর সেখানে দেখা যাচ্ছে খড়ি-ঋদ্ধির ছেলে আয়ুষ্মান বড় হয়ে গিয়েছে। আর এই আয়ুষ্মানের নায়িকা হিসাবে এসেছে গঙ্গা। গঙ্গার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টলি অভিনেত্রী কথা চক্রবর্তী। ধারাবাহিকে আরও এক নতুন চরিত্র এসেছে ‘বিন্দি’। বিন্দির চরিত্রে দেখা যাচ্ছে সোমাশ্রী ভট্টাচার্যকে।