চুক্তির শর্ত ভেঙে আবেগের টানে বাঁধা পড়বে ওম-শ্রাবন! নকল বউই কি হবে আসল জীবনসঙ্গিনী?

বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপির স্থান খুবই গুরুত্বপূর্ণ। টিআরপির (TRP) তালিকায় নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই একটি ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন ধারাবাহিক। স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা।

জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। আর এই নতুন নতুন ধারাবাহিকের জন্য ইতির খাতায় নাম লেখাচ্ছে পুরোনো ধারাবাহিক। টিআরপি-র লড়াইতে এগিয়ে থাকতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল। স্টারে আসছে পর পর দুটি ধারাবাহিক।

নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’

একটি হল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal), অপরটি ‘তোমাদের রানী’। ‘লাভ বিয়ে আজকাল’এ জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি (Om Sahani) এবং নবাগতা মৌমিতা সরকার (Moumita Sarkar)। ছোট পর্দা এবং বড় পর্দার বেশ পরিচিত মুখ ওম সাহানি। তাঁর বিপরীতে দেখা যাবে নতুন মুখ মৌমিতা সরকারকে। ২৮শে অগস্ট থেকে রাত ৮.৩০টায় সম্প্রচারিত হচ্ছে ওম সাহানি ও নবাগতা মৌমিতা সরকারের ‘লাভ বিয়ে আজকাল’। প্রোমো থেকে জানা যায়, ওমকে এখানে দেখা যাবে একজন ধনী, দাম্ভিক বার-মালিকের চরিত্রে।

ওমকারের বাড়িতে শ্রাবনের গৃহপ্রবেশ

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ‘লাভ বিয়ে আজকাল’। ধারাবাহিকে ওম সাহানির নাম ওম প্রকাশ ঘোষ (Om Prakash Ghosh)। অন্যদিকে মৌমিতাকে দেখা যাবে বারের এক নতুন গায়িকার চরিত্রে। তাঁর চরিত্রের নাম হল শ্রাবণ (Shraban)। শ্রাবনের গান শুনে মুগ্ধ হয়ে তাকে বেশি টাকা দিয়ে গান গাওয়ার অফার দেয় ওম। কিন্তু সেই টাকা শ্রাবণ প্রত্যাখ্যান করে চলে যায়। গল্পের নায়ক-নায়িকা দুজনেই এক শর্তের ভিত্তিতে সাতপাকে বাঁধা পড়েছে। এরপর কীভাবে তাঁদের মধ্যে রসায়ন জমবে, সেই গল্প নিয়েই ধারাবাহিক এগিয়ে যাবে।

আবেগের টানে বাঁধা পড়বে শ্রাবণ ও ওম সাহানি

ধারাবাহিকটি শুরু হওয়ার সাথে সাথে বিয়ের প্লট এসেছে। অর্থাৎ বিয়ে দিয়ে শুরু হতে চলেছে আসল গল্প। দেখা গেল, বিয়ে করে নতুন বেশে প্রবেশ করল শ্রাবন। বিয়েটা যদিও একটা শর্তের উপর বেশ করে হয়েছে। শ্রাবন ওমের থেকে পাবে ৩০ লক্ষ টাকা, অন্যদিকে ওমের নকল বউ হয়ে থাকতে হবে শ্রাবণকে। কিন্তু তবুও শ্রাবনের মনে হচ্ছে, যে বাড়িতে এতো ভালোবাসার মানুষ আছে, দাদু আছে সেই বাড়িতে ওম মদ্যপ অবস্থায় এরূপ আচরণ করে কেন? ওম যদিও তার উত্তর দেয়নি। তবে কি ধীরে ধীরে তারা নিজেদের শর্ত পেরিয়ে আবেগের টানে আবদ্ধ হবে?

Back to top button