টপ ফাইভ থেকে ছিটকে গেল অনুরাগের ছোঁয়া! জগদ্ধাত্রী, শিমুল, তোমাদের রানী দেখাল খেল! TRP দেখলে মাথা ঘুরবে

বাংলা টেলিভিশনের ভাগ্য নির্ধারণ করে টিআরপি। এটা এতদিনে দর্শকরা বুঝেই গেছে। প্রত্যেকটি ধারাবাহিক এবং নন ফিকশন শো যতই জনপ্রিয় হোক না কেন টিআরপি তার ভাল না হলে তা পপুলার হতে পারে না। কোন রিয়ালিটি অনুষ্ঠান হোক অথবা কোন সিরিয়াল সব ক্ষেত্রেই টিআরপি আসল কথা বলে তাই টিআরপি কমে গেলেই সেই সিরিয়ালের স্লট পাল্টে দেওয়া হয় আর তা না হলে চিরতরে তাদের বন্ধ করে দেওয়া হয় হঠাৎ করে। কয়েক মাস ধরে এই নতুন ট্রেন্ড শুরু হয়েছে বাংলা সিরিয়ালের জগতে।

গতবার টিআরপি তালিকা দেখে দর্শকদের মধ্যে তোলপাড় পড়ে গেছিল। কারণ অস্বাভাবিকভাবে অনুরাগের ছোঁয়া গত তিন সপ্তাহ ধরে টিআরপি তালিকায় নিচে রয়েছে। আর কার কাছে কই মনের কথা এবং নিম ফুলের মধু জবরদস্ত এপিসোডের মধ্যে দিয়ে প্রথম হয়ে গেছে। তবে অনুরাগের ছোঁয়া যে এভাবে দশ মাস পর হঠাৎ করে নেমে যাবে সেটা কেউ ভাবতে পারেনি।

তবে এবার জানতে হবে এই সপ্তাহের রেজাল্ট। হাতে এসেছে সেই ফলাফল। প্রথম স্থানে জগদ্ধাত্রী। তারপর নিম ফুলের মধু এবং তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে ফুলকি এবং কার কাছে কই মনের কথা। চতুর্থ স্থানে উঠে এসেছে তোমাদের রানী আর পঞ্চম স্থানে রয়েছে সন্ধ্যাতারা। এবার প্রথম পাঁচ থেকে রীতিমতো আউট হয়ে গেল অনুরাগের ছোঁয়া।

এক ঝলকে দেখে নিন এই সপ্তাহের সেরা পাঁচ:

1st •• জগদ্ধাত্রী ৭.৭
2nd •• নিম ফুলের মধু ৭.১
3rd •• ফুলকি / কার কাছে কই ৭.০
4th •• তোমাদের রাণী ৬.০
5th •• সন্ধ্যাতারা ৫.৯

Trending ••
তোমাদের রাণী – ৬.০
ইচ্ছে পুতুল – ৫.২
তুমি আশেপাশে – ৪.৭

You cannot copy content of this page