ওজন বেড়ে যাওয়ার কারণে এক সময়ে শারীরিক কটূক্তির শিকার হতে হয়েছে তাকে। এবার তিতলি খ্যাত অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী প্যানিক অ্যাটাক থেকে হওয়া মানসিক অবসাদের কথা প্রকাশ্যে আনলেন। এই কারণেই রাতেও হচ্ছে তার ঘুমের সমস্যা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে খোলামেলাভাবে লিখল অভিনেত্রী।
স্টার জলসার তিতলি ধারাবাহিক এর মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ করে মধুপ্রিয়া। তার আগে মডেলিং করত সে। ইন্ডাস্ট্রিতে অভিনয় প্রতিভা যতই ভালো থাকুক না কেনো, শরীরের ধরন, গায়ের রং, আকৃতি, উচ্চতা এগুলি আগে দেখে দর্শকরা। কয়েক মাস আগেই ওজন বেড়ে গেছে তার।
নায়িকার মনে হয় এটা কোনো শারীরিক সমস্যা থেকে হতে পারে। কিন্তু সেই সমস্যাকে রীতিমত মানসিক সমস্যাতে পরিণত করে দিয়েছে তার চেনা পরিচিতরা। সবসময়েই নায়িকা হয়েও বাড়তি ওজন নিয়ে খোঁচা দিচ্ছে লোকজন, এমনটাই বললেন নায়িকা। দীর্ঘ একটি পোস্ট করে সব কিছুই লিখেছে সে।
মধুপ্রিয়ার কথায়, মহিলাদের শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তোলা ক্রমশ বেড়েই চলেছে। সে রোগা হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে তবে মুহূর্তের মধ্যেই রোগা হওয়া সম্ভব নয়। মধুপ্রিয়া হাসি মুখে থাকে বলেই যে এই ব্যাপার নিয়ে সচেতন নয় তা নয়। তাই তাকে মানসিকভাবে অসুস্থ করার আগে সকলে যেন একটু সচেতন হন, এই অনুরোধ করেছে টলি নায়িকা মধুপ্রিয়া।
“তথাগত আলোকবর্ষাকে ভালোবাসে, তাই আমিও তাকে ভীষণ ভালোবাসি!”— দেবলীনার বক্তব্য ঘিরে ট্রোলের ঝড়! সমাজ মাধ্যমে প্রক্তনের প্রেমিকাকে আপন করে, ‘মহান’ সাজতে গিয়েই পড়লেন জনরোষে! “মানসিক অবস্থা ঠিক নেই, ডাক্তার দেখান!”— নেটিজেনদের কটাক্ষ!