স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa) । ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। পাশাপাশি, ছোটপর্দার গল্পে যেভাবে একজন শ্যামবর্ণ মেয়ের জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে তা দারুণ পছন্দ হয়েছে বাংলা সিরিয়াল প্রেমী ও নেটিজেনদের।
এই মুহূর্তে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। সূর্য, দীপা ও মিশকার ত্রিকোণ প্রেম ও সম্পর্কের টানাপোড়েনের নিয়ে তৈরি সিরিয়ালের গল্প। টিআরপি তালিকায়ও বরাবরই প্রথম পাঁচে থাকে। প্রতি এপিসোডেই ধারাবাহিকের গল্পে থাকে নতুন নতুন টুইস্ট।
এই মুহূর্তে, আবার ধারবাহিকের গল্প মোড় নিয়েছে খাতে। সহজ কথায় যাকে বলে, গল্প একেবারে জমে ক্ষীর। সূর্যের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে দীপার। আর তাঁদের সন্তানদের কাস্টডি কে নেবে এই নিয়ে চলছে কোর্ট কেস। সূর্য এখন সন্তানদের ফিরে পেটে মরিয়া। সে বুঝতে পেরেছে কোনো মতেই সন্তানদের ছাড়া থাকতে পারবে না সে। তাই মিশকার সঙ্গে হাত মিলিয়ে সে যার পর নাই অপরাধ করে চলেছে।
গল্পে এহেন সূর্য চরিত্রের বদল দেখে নায়কের এক অনুরাগী লিখেছেন, “আজকাল নতুন ট্রেন্ড বের হয়েছে নায়ককে ভিলেন বানিয়ে নায়িকাকে মহান বানানো। তাহলে সিরিয়াল গুলিতে নায়ক রাখা হয় কেন? না রাখলেই পারে!সুন্দর জুটি বানানো হয় কেন? যদি পরে তেনাদের নায়িকাই মহান হবে নায়ক এর চরিত্র কে লোকে গালমন্দ করবে এভাবে পুরুষবিদ্বেষী একটা মেন্টালিটি মেয়েদের মাঝে গড়ে উঠবে। মেকারসরা কি এটাই চায়? তাই সব সিরিয়ালে নায়কদেরই ঘৃনার পাত্র বানিয়ে ফেলে? সত্যি বলতে দিব্যজ্যোতি আমার সবচেয়ে প্রিয় হিরো সেই ‘জয়ী’ থেকেই! ‘অনুরাগের ছোঁয়া’ও আমার খুব ফেভারিট সিরিয়াল ছিল প্রথম কয়েক মাস!”
অনুরাগীর আরও সংযোজন, “তারপর থেকে শুরু হল সূর্যকে নামিয়ে দীপাকে মহান বানানোর খেলা। সূর্যকে দিয়ে সব রকমের হীন কাজ করিয়ে চরিত্রটাকে সবার ঘেন্নার পাত্র করে তুলল! এক পর্যায়ে আমি দেখাই ছেড়ে দিলাম প্রিয় নায়কের প্রিয় সিরিয়াল! কারন প্রিয় নায়ককে এইরকম অভিনয়ে দেখতে আমার খুব খারাপ লাগত! আর এখন যতটুকু ফেসবুক পোস্ট গুলিতে দেখতে পাই বুঝতে পারি চরিত্রটা কে কতটা নামিয়ে দিয়েছে! বাংলা সিরিয়াল যেন আর নায়ক নামক বস্তুটা না রাখে। সব যেন তাদের মহান নায়িকারাই একা একা করে ফেলে। “