বাবার কথাই সব! নীলের কাছে ফেরার ঠাম্মির অনুরোধ ফেরালো মেঘ! আদর্শ মেয়ে বলছেন দর্শকরা

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় এখন যে ধারাবাহিক দর্শকদের মন মাতাচ্ছে, তীব্র গতিতে ছুটে চলেছে সেই ধারাবাহিকের নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । বলাই বাহুল্য, এই ধারাবাহিকটি এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেছে। এটি এমন একটি ধারাবাহিক যা খাদের কিনারায় দাঁড়িয়েও দর্শকদের মনোরঞ্জন করেছে।

এই মুহূর্তে জমে গেছে এই ধারাবাহিকের গল্প। যদিও এর‌ইমাঝে আবার ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা চাগাড় দিচ্ছে। তবুও রুদ্ধশ্বাস ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকে প্রেম ভালোবাসা যেরকম ভাবে জায়গা করে নিয়েছে একই রকম ভাবে শত্রুতাও ভীষণ নিখুঁতভাবে দেখানো হয়েছে।

এই ধারাবাহিকে দেখানো হয়েছে আপন মায়ের পেটের দিদি যে বোনের জীবন বিষিয়ে দিতে পারে তার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে তা এই ধারাবাহিকটি না দেখলে বিশ্বাস করা দায়। তেমনভাবেই দেখানো হয়েছে, একজন স্বামীর নিজের স্ত্রীর প্রতি অবিশ্বাস, সন্দেহ সমানভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটিতে।

আর তাই মেঘের বাবা মেঘকে তার স্বামী সৌরনীলের জীবনে ফিরতে নিষেধ করেছেন। যদিও সৌরনীলের পুরো পরিবার এসেছে মেঘকে নিয়ে যেতে। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ঠাম্মি মেঘে বলছে, নীল যা করেছে তার জন্য সে খুব কষ্ট পাচ্ছে। আর একবার কি ওকে ক্ষমা করে দেওয়া যায় না?

কিন্তু মেঘের জীবনে সবথেকে বেশি মান্যতা পায় তার বাবার কথা। মেঘ ঠাম্মিকে বলে, “আমায় তোমরা ক্ষমা করো, কিন্তু আমি তোমাদের কথার দাম দিতে পারব না।” আজও নিজের বাবার কথার বিরুদ্ধে যায়নি সে। নিজের বাবার কথাকেই শেষ কথা হিসেবে প্রাধান্য দিল সে।