বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। বর্তমানে বাংলা সিনেমায় তার অভিনয় মন জয় করছে দর্শকদের। ধনঞ্জয়, ঘরে বাইরে আজ, ঘরে ফেরার গান, ডিটেকটিভ, টিকটিকি, বিবাহ অভিযান, ভেঞ্চি দা, ড্রাকুলা স্যার, মিথ্যে প্রেমের গান, ব্যোমকেশ, দ্বিতীয় পুরুষ, দশম অবতার সহ একাধিক সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়াও অনির্বাণের নির্মিত মন্দার ওয়েব সিরিজ দারুণ সারা ফেলেছিল দর্শকদের মধ্যে।
খুব শীঘ্রই আসছে তার সিনেমা অথৈ।
আবিরের বদলে সঞ্চালনায় আসলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য
বর্তমানে জি বাংলার সারেগামাপা রিয়ালিটি শো সারেগামাপা লেজেন্ডসের সঞ্চালনা করছেন অনির্বাণ। প্রসঙ্গত উল্লেখ্য, যীশু সেনগুপ্তর সঞ্চালনা থেকে সরে আসার পর জি বাংলার সারেগামাপার সঞ্চালনায় দায়ভার এসে পড়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের ওপর। ২০২০ সাল থেকে সারেগামাপার সঞ্চালনায় দায়ভার সামলাচ্ছেন আবির। চলতি বছরে সারেগামাপার শুরুর প্রোমোতে দেখা গেছিল আবির চট্টোপাধ্যায়কে। কিন্তু জানা যায় নিজের ব্যস্ত শিডিউলের কারণেই সারেগামাপার থেকে সরে দাঁড়ান আবির।
সারেগামাপার চলতি বছরে অনির্বাণের সঞ্চালনা দেখে বেশ খুশি অভিনেতার ভক্তরা। গত সপ্তাহে জি বাংলা শুরু হয়েছে সারেগামাপা লেজেন্ডস। ইতিমধ্যেই সারেগামাপার পুরোনো প্রতিযোগীদের সঙ্গে সঙ্গীত জগতের নামিদামি তারকাদের যুগলবন্দী পারফরমেন্স দারুণ উপভোগ করছেন দর্শকরা। বাংলা তথা সারা ভারতের স্বর্ণযুগের গানে গানে মেতে উঠেছে সারেগামাপা লেজেন্ডসের মঞ্চ।
View this post on Instagram
অনির্বাণ ভট্টাচার্যের গলায় স্বর্ণযুগের গান শুনে মুগ্ধ অভিজিৎ ভট্টাচার্য
তবে অনির্বাণ শুরু একজন অসাধারণ অভিনেতাই নন, একজন দারুণ সঙ্গীতশিল্পীও সেকথা জানান না অনেকেই। নানা অনুষ্ঠানে অভিনেতার গান শুনে মুগ্ধ হয়েছেন দর্শকরা। এবার সারেগামাপা লেজেন্ডের মঞ্চের আরেকবার প্রমাণ মিলল তার সঙ্গীত প্রতিভার। গত সপ্তাহে সারেগামাপা লেজেন্ডসের মঞ্চ মাতাতে এসেছিলেন সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তার কণ্ঠে বাংলার এবং হিন্দির স্বর্ণযুগের গান শুনে মুগ্ধ হয়েছেন দর্শকরা। সেখানেই অভিনেতার সঙ্গে গলা মেলাতে দেখা যায় অভিনেতা সঞ্চালন অনির্বাণ ভট্টাচার্যকে।
আরও পড়ুন: মাতৃহারা অভিনেত্রী তন্বী লাহা রায়! সদ্য মা হারানো মেয়ের কষ্টে ভরা পোস্ট পড়ে চোখ ভিজল নেটিজেনদের
কিশোর কুমারের গাওয়া বাংলার স্বর্ণযুগের অতি জনপ্রিয় গান নয়ন সরসী কেন ভরেছে জলে গানটি অনির্বাণ গলায় শুনে অবাক হয়ে যায় স্বয়ং সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। অনির্বাণ গলায় একটি লাইন শুনে তাকে আরও গাইতে বলেন গায়ক অভিজিৎ। অনির্বাণের গানের প্রতি দক্ষতা দেখে অবাক হয়ে যায় তিনিও। মুক্ত কন্ঠে অনির্বাণের গান মন ভরিয়ে দিয়েছিল সারেগামাপা অনুষ্ঠানের সকলের। আপনাদের কেমন লাগল অনির্বাণের গলায় নয়ন সরসী কেন গানটি?