জলসায় খারাপ খবর! বন্ধের মুখে জলসার জনপ্রিয় সিরিয়াল! টিআরপি না নায়িকা বদল? জানুন নেপথ্যে আসল কারণ

‘লালকুঠি’র পর আরও একবার নতুন ধরনের গল্প নিয়ে কাজ করতে উদ্যত হয়েছিল স্টার জলসা (Star Jalsha)। বাংলা ধারাবাহিকের ইতিহাসে ভুতু ছাড়া অন্য কোনও ভৌতিক ধারাবাহিক জনপ্রিয়তা পায়নি। যদিও টিআরপি (Trp) মহারণে একে অপরকে টেক্কা দিতে জনপ্রিয় দুই বাংলা বিনোদনের চ্যানেল এনেছিল দুটি ভৌতিক ধারাবাহিক।

জি বাংলার ‘আলোর কোলে’ (Alor Kole) ও জলসার ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) বেশ জনপ্রিয় হয়েছিল নেটদুনিয়ায়। তবে টেলিভিশনে তেমন সাড়া পায়নি দুটির একটিও। ‘আলোর কোলে’র পর তাই এবার বন্ধের মুখে ‘তুমি আশেপাশে থাকলে’।

আচমকা কেন বন্ধ হল ‘তুমি পাশেপাশে থাকলে’? টিআরপিই কী একমাত্র কারণ? বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) নির্মাতাদের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টিআরপির নম্বর। তালিকার প্রথম পাঁচে নজর জি থেকে জলসা সকলের। টিআরপি একটু কম হলেই বন্ধ হয় ধারাবাহিকের ঝাঁপি।

কেন বন্ধ হতে চলেছে ‘তুমি পাশেপাশে থাকলে’?

দর্শকদের পছন্দকেই অগ্রাধিকার দিচ্ছে চ্যানেল। কারণ নাহলে টিআরপি বাড়ছে না। এদিকে শুরু থেকেই নড়বড়ে অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্যের ধারাবাহিক। যদিও অঙ্গনার অসুস্থতার কারণে ধারাবাহিকটিতে নায়িকার মুখ বদল হয়। অঙ্গনার ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী রুকমা রায়। দেব-পারো ও পার্বতী গল্প মন ছুঁয়ে যায়নি দর্শকদের।

আরও পড়ুন: ‘লীনা দেবীর মাথায় কিছু আসছে না’, ইচ্ছে পুতুলের কপি করে চলছে মিঠিঝোরা! অসহ্য লাগছে বলছেন দর্শকরা !

সমাজমাধ্যমে একজন লিখছেন, ‘শেষ হচ্ছে স্টার জলসার সিরিয়াল তুমি আসে পাশে থাকলে। অঙ্গনা রায়ের সিরিয়াল ছেড়ে যাওয়াই কী দায় হলো শেষ হওয়ার?’ যদিও প্রথম থেকেই ভাল ছিল না সিরিয়ালের টিআরপি। অঙ্গনা-রোহনের জুটি জনপ্রিয় হলেও, টিআরপি বাড়াতে মোটেও সক্ষম হয়নি এই মেগা।

Back to top button