অভিনেত্রীকে এ’কান্তে হোটেলে ডাক জনপ্রিয় প্রযোজকের! প্রতা’রণার শিকার বাঙালি অভিনেত্রী

টলিউডে ফের আলোচিত প্রতারণা চক্রের ঘটনা সামনে এসেছে। শ্রীকান্ত মোহতার নাম ব্যবহার করে ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে অভিনেত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি টলিউড অভিনেত্রী মৌমিতা পণ্ডিত জানিয়েছেন, তার সঙ্গে শ্রীকান্ত মোহতার পরিচয়ে যোগাযোগ করে কাজের প্রস্তাব দেওয়া হয় এবং তাকে অডিশনের জন্য ডাকা হয়। পুরো ঘটনাটি বুঝতে পেরে তিনি দ্রুত পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন।

প্রযোজকের নাম করে জালিয়াতি! শিকার অভিনেত্রী মৌমিতা পন্ডিত!

মৌমিতার বক্তব্য অনুযায়ী, কয়েকদিন আগে শ্রীকান্ত মোহতার নামে তৈরি একটি ফেসবুক প্রোফাইল থেকে তাকে যোগাযোগ করা হয়। চেনা শিল্পীদের ওই প্রোফাইলের বন্ধু তালিকায় দেখতে পেয়ে প্রাথমিকভাবে তিনি সেটিকে আসল প্রোফাইল বলেই ভেবেছিলেন। অভিনেত্রী জানান, ওই প্রোফাইল থেকে তার সঙ্গে সরাসরি কাজের প্রস্তাব দিয়ে একজন ব্যক্তি হিন্দিতে কথা বলেন। এরপর ৫ অক্টোবর এক কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে বলা হয়।

ঘটনার দিন কসবার একটি ক্যাফেতে মৌমিতা দেখা করেন সিড নামের এক ব্যক্তির সঙ্গে। প্রযোজনার চুক্তিপত্রে স্বাক্ষর করানোর পাশাপাশি তার পরিচয়পত্রের প্রতিলিপি নেওয়া হয়। মৌমিতার সঙ্গে রাস্তার পাশে তার গাড়িতেই চিত্রনাট্য নিয়ে আলোচনা করা হয়। এতেই সন্দেহ আরও গভীর হয়। এরপর তাকে অডিশনের জন্য কাছের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বুঝে অভিনেত্রী বেরিয়ে আসেন এবং অডিশনের ভিডিও পরে পাঠানোর কথা জানান। পুরো ঘটনা আরও ভালোভাবে যাচাই করতে তিনি কথোপকথন কিছুটা এগিয়ে নিয়ে যান।

এই প্রতারণা চক্রের বিরুদ্ধে মৌমিতা সোনারপুর থানায় এবং কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। টলিউডের অনেকেই এই ঘটনায় মৌমিতার পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাকে সহায়তা করেছেন। সাইবার অপরাধ দমন শাখা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে বলে জানিয়েছে।

ফেসবুকে শ্রীকান্ত মোহতার নামে একাধিক ভুয়ো প্রোফাইল রয়েছে, যার মধ্যে একটি জালিয়াতির কাজে ব্যবহৃত হয়েছে। এ ধরনের ঘটনা ইন্ডাস্ট্রির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে নতুন শিল্পীদের জন্য এটি চিন্তার বিষয় বলে মনে করছেন অনেকে। মৌমিতা বলছেন, তার মতন আরও কেউ এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন।

আরও পড়ুন: গুরুতর অসু’স্থ জনপ্রিয় টিভি অভিনেত্রী সুজাতা দাঁ! ভর্তি হা’সপাতালে, কী হয়েছে অভিনেত্রীর?

প্রযোজনা সংস্থাও বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে এবং ফেসবুক থেকে ভুয়ো প্রোফাইল নিষ্ক্রিয় করার জন্য পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

Back to top button