প্রতি’বাদী আন্দো’লনের মুখ হয়েও নারীপা’চারে নাম জড়াল দেবলীনার, প্রশ্নের ঝড় নেটপাড়ায়

বাংলা ছবির জগতে আসছে নতুন ধারা। চেনা ছক ভেঙে রহস্য ও অ্যাকশনে মোড়া গল্প এখন দর্শকের মন কাড়ছে। সেই ধারা বজায় রেখে নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অংশুমান চক্রবর্তী। এবার তাঁর ক্যামেরায় ধরা পড়বে নারী ও শিশু পাচারের এক হৃদয়বিদারক কাহিনি। সঙ্গে থাকবে উত্তেজনা ও সংগ্রামের এক ভিন্ন চিত্র।

ছবির গল্প এক সাধারণ নারীর জীবনকে ঘিরে। তিনি কীভাবে ভুলক্রমে পাচার চক্রে জড়িয়ে পড়েন, সেই জালে কীভাবে আটকে যান এবং শেষ পর্যন্ত কীভাবে লড়াই করে মুক্তি পান, তা নিয়েই এগোবে ছবির কাহিনি। কলকাতা ও মুম্বইয়ের প্রেক্ষাপটে তৈরি এই গল্পে ফুটে উঠবে বাস্তবের সঙ্গে মিশে থাকা কাল্পনিক ঘটনাগুলি। গল্পের গভীরতা আর থ্রিল একসঙ্গে এনে দর্শকদের মধ্যে বাড়াবে কৌতূহল।

ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকতে পারেন জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত( Debleena Dutt )। তাঁর চরিত্রে নারী পাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ের সাহসিকতা ও সংকল্প ফুটিয়ে তোলা হবে। যদিও এই বিষয়ে পরিচালক এখনও নিশ্চিত কিছু জানাতে চাননি, তবে অভিনেত্রী দেবলীনার সঙ্গে আলোচনা চলছে বলে সূত্রের খবর।

Bengali actress

সূত্র থেকে জানা গেছে, ছবির নাম আপাতত ঠিক হয়েছে ‘ফাঁদ’। এই নামটি গল্পের সঙ্গে একদম সাযুজ্যপূর্ণ। ছবিতে টলিউডের পাশাপাশি বলিউডের অভিনেতাদেরও দেখা যেতে পারে। তবে পরিচালকের কথায়, এখন ছবির পরিকল্পনা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শুরুতে কলকাতা ও মুম্বইয়ে।

আরও পড়ুনঃ টলমল আদির বিশ্বাস! আনন্দীর বিরুদ্ধে বড় অভিযোগ, তবে কি এবার দুজনের সম্পর্কে অবনতি?

ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চলছে চরিত্র নির্বাচন এবং ছবির সঙ্গীত প্রস্তুতি। ‘ফাঁদ’ শুধুমাত্র এক রহস্যময় গল্প বলবে না, বরং সমাজের বাস্তব সমস্যাগুলির প্রতিফলন ঘটিয়ে এক গভীর বার্তা পৌঁছে দেবে দর্শকদের কাছে।