বাংলা সিনেমায়ের নক্ষত্র পতন, চলে গেলেন সত্যজিৎ রায়ের ছবির নায়িক

প্রয়াত অভিনেত্রী উমা দাশগুপ্ত (Uma Dasgupta)। আজ সকাল ৮টা নাগাদ পরলোক গমন করেছেন। কয়েক বছর আগে ক্যানসার দানা বেঁধেছিল তাঁর শরীরে। প্রাথমিক চিকিত্‍সার পর সাড়াও দিয়েছিলেন। কিন্তু সেই মারণরোগই আরও একবার শরীরে বাসা বাঁধে তাঁর।তাই শেষ রক্ষা আর হল না।

শেষ সময়টা মারণরোগের চিকিৎসার জন্যই সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমাদেবী। নিজের নামের থেকে তিনি পরিচিত ‘দুর্গা’ হিসাবে। বেশ কয়েকবার তাঁর মৃত্যুর ভুয়ো খবর ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আর কোনও রটনা নয়। চিরবিদায় নিলেন ‘পথের পাঁচালী’র দুর্গা।

অভিনেত্রী প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় বলেন, যখন উমাদেবী দুর্গা চরিত্রে অভিনয় করছেন, তিনি অনেকটাই ছোট। অভিনেত্রীকে নিয়ে সম্বল কিছু আবছায়া স্মৃতি। তাই খুব একটা কিছু বলতে পারলেন না।

পরিচালক জানান, ”অনেক দিন হল যোগাযোগ নেই। আগে এমন উড়ো খবর এসেছিল। কিন্তু এবারে খবরটা সত্যি। মাঝে শুনেছিলাম ওনার শরীর ভাল নেই। ‘পথের পাঁচালী’ তাঁর প্রথম সিনেমা। কোনও দিন অভিনয় করেননি আর। আমার অনেক স্মৃতি না থাকলেও। তবে ওনার এত সাবলীল অভিনয় তা সত্যিই প্রশংসনীয়।”

আরও পড়ুন: ফ্লপ থেকে শুরু, আজ টলিউডের পয়লা সারির হিরো! আবির চ্যাটার্জির জীবনের অজানা কাহিনী শুনলে চমকে উঠবেন আপনিও

সূত্রের খবর, উমাদেবীকে শেষবারের মতো দেখতে হাসপাতালে যেতে পারেন পরিচালক। পথের পাঁচালির দুর্গার মৃত্যু আসলে ‘এন্ড অফ আন এরা’। টলিউডে নক্ষত্রপতন। সত্যযুগের অবসান।