হিন্দি ধারাবাহিকে ‘না!’ জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন জলসার শ্রেষ্ঠ নায়িকা?

টেলিভিশন (Television) পর্দার অধিকাংশ অভিনেত্রীর মুম্বাইতে কাজের প্রতি টান থাকে। বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করা মানেই যেন স্বপ্ন ছোঁয়া। তাই টলিউড (Tollywood) ছেড়ে অনেকেই পাড়ি জমিয়েছেন মায়া নগরীর উদ্দেশ্যে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, হিন্দি প্রজেক্টে কাজ করতে আগ্রহী নন টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী।

মুম্বাইয়ের কাজে আগ্রহী নন বাঙালি অভিনেত্রী!

টলিপাড়ায় গুঞ্জন, অভিনেত্রী ইতিমধ্যেই ছোটপর্দায় ফেরার জন্য প্রস্তুতি শুরু করেছেন। সূত্রের খবর, স্টার জলসার জন্য একটি নতুন সিরিয়ালের কাজ চলছে, যেখানে তিনি থাকবেন মুখ্য ভূমিকায়। প্রযোজনা সংস্থা এসভিএস নাকি এই নতুন ধারাবাহিকের জন্য তাঁর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। যদিও তিনি নিজে এখনো এই খবরের সত্যতা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

জানা গেছে, এই জনপ্রিয় বাঙালি অভিনেত্রীকে একটি হিন্দি সিরিয়ালের জন্যও প্রস্তাব দেওয়া হয়েছিল। বলিউডের একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তাঁর। তবে এই প্রজেক্টে কাজের জন্য তৃণা আগ্রহ দেখাননি বলে জানা গেছে। কারণ, তিনি নিজের মাতৃভাষার ধারাবাহিককে অগ্রাধিকার দিতে চান। এর ফলে বাংলার দর্শকদের কাছে তাঁর ফেরা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

সূত্রমতে, বর্তমান দর্শকদের পছন্দ মাথায় রেখে সিরিয়ালের গল্পে পরিবর্তন আনা হচ্ছে। রোমান্স, থ্রিলার ও কমেডির মিশ্রণে একটি শক্তিশালী চিত্রনাট্য তৈরি হচ্ছে, যা তৃণার নতুন ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হবে। এই গল্পের মাধ্যমে বাংলা ধারাবাহিক আরও প্রতিযোগিতামূলক হতে পারে বলেই মনে করছেন প্রযোজকরা।

আরও পড়ুন: শেষ রাতে বাজিমাত ‘ফুলকি’-র! সবাইকে হারিয়ে সেরা অভিনেত্রী গীতা

বলা হচ্ছে, অভিনেত্রী তৃণা সাহার কথা। যিনি টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। তৃণা সাহার ছোটপর্দায় ফেরার অপেক্ষায় দিন গুনছেন তাঁর ভক্তরা। স্টার জলসার সঙ্গে তাঁর সম্ভাব্য নতুন প্রজেক্ট যদি বাস্তবে রূপ নেয়, তবে তা হবে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রাপ্তি। তৃণা নিজে এই নিয়ে মুখ না খুললেও, ভক্তদের আশা—খুব শীঘ্রই তাঁকে আবার ছোটপর্দায় দেখা যাবে।