টলিপাড়ার জনপ্রিয় প্রেমিক জুটি হলেন রুবেল (Rubel Das) এবং শ্বেতা (Shweta Bhattacharya)। এই জুটি প্রেম করছেন বেশ অনেকদিন ধরেই। কখনই নিজেদের প্রেম নিয়ে লুকোছাপা করেননি তারা, বরং এই বিষয়ে তারা তাদের ভক্তদের সঙ্গে সব কিছুই খোলামেলা রেখেছেন।এই তারকা জুটির বিয়ের খবরে এখন মুখরিত টলিপাড়া। শোনা যাচ্ছিল শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি।
উল্লেখ্য, জি বাংলার পর্দায় চলা একদা দারুণ জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি ধারাবাহিকের হাত ধরে শুরু হয়েছিল এই দুই নায়ক-নায়িকার প্রেমের সম্পর্কের। বর্তমানে একে অপরের সঙ্গে গাঢ় গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ নায়ক রুবেল দাস ও নায়িকা শ্বেতা ভট্টাচার্য। এই মুহূর্তে দুজনেই টিভির পর্দা কাঁপাচ্ছেন। একজন অভিনয় করছেন নিম ফুলের মধু ধারাবাহিকে অন্যজন অভিনয় করছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে।
উল্লেখ্য, নিজেদের সম্পর্কের কথা বলতে গিয়ে রুবেল জানিয়েছিলেন, জি বাংলার সফল ধারাবাহিক যমুনা ঢাকি শুরুর অনেক আগে থেকেই পরিচয় ছিল তাদের। বারাসাতে একই নাচের গ্রুপে নাচ শিখতেন তারা। আর সেখান থেকেই তাদের পরিচয়। একে অপরের সঙ্গ চুটিয়ে উপভোগ করছেন তারা। আর দীর্ঘ প্রেম পর্বের পর তারা সিদ্ধান্ত নেন বিয়ের।
আরও পড়ুন: শেষবারের জন্য ‘রোশনাই’ রূপে অনুষ্কা! জলসা থেকে আজই বিদায় নায়িকার, বিশেষ উপহার দর্শকদের জন্য
উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই বিয়ের কথা ছিল তাদের। কিন্তু এবার শোনা যাচ্ছে বিয়ে ভাঙছে নাকি এই জুটির। এমনটাই শোনা যাচ্ছিল টলিউডে। কিন্তু আসল ঘটনা কী? সত্যিই কি আলাদা হচ্ছেন শ্বেতা-রুবেল? নিন্দুকের মুখে ছাই দিয়ে তারা যে একসঙ্গে রয়েছে সেই বার্তা স্পষ্ট করেছেন তারকা জুটি। সোশ্যাল মাধ্যমে ছবি পোস্ট করে তাঁরা লেখেন, “আমরা একসঙ্গে আছি। ভালোবাসায় আছি।”
View this post on Instagram