স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ (Rangamati Tirandaj)। অভিনেত্রী মনীষা মন্ডল ও অভিনেতা নীলাঙ্কুর ভট্টাচার্য অভিনীত জলসার এই সিরিয়াল প্রথম সপ্তাহ থেকেই কামাল দেখিয়ে চলেছে। টিআরপি তালিকাতেও নম্বর যথেষ্ট ভাল। প্রায় প্রত্যেক পর্বে চমক দেখাচ্ছে রাঙামতি।
রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ৭ ডিসেম্বর |Rangamati Tirandaj Today Episode 7th December
ধারাবাহিকের আগের পর্বে দেখা গিয়েছে বিশেষ পরিস্থিতিতে আক্কুর সঙ্গে বিয়ে হয়েছে রাঙার। এদিকে আক্কুর বিয়ে হওয়ার কথা ছিল প্রেমিকা আহেরির সঙ্গে।আকস্মিক এই বিয়েটা মানতে পারেনি আক্কু। শুধু মায়ের কথা শুনেই রাঙাকে বিয়ে করতে রাজি হয়েছিল সে।এদিকে বিয়ের পর থেকে রাঙাকে বিপদে ফেলার চেষ্টা চলছে আক্কুর বাড়ির লোকজনের দিক থেকে।
ইতিমধ্যে দেখা যায়, আক্কু আর রাঙা একটি পার্টিতে উপস্থিত হয়েছিল। আর সেখানেই রাঙাকে মাতাল করে তোলার জঘন্য ষড়যন্ত্র করা হয়। রাঙার শরবতের গ্লাসের সঙ্গে মদের গ্লাস বদলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু রাঙা গ্রামের মেয়ে হলে কি হবে, তাঁর প্রখর বুদ্ধি। এই ষড়যন্ত্র সে সফল হতে দেয়নি। আগেই বুঝে গিয়েছিল।
আজকের পর্বে দেখা যাবে, শ্বেতাকে হাতেনাতে ধরেছে রাঙা। রাঙা যে আগেই বুঝে গিয়েছিল তা শুনে অবাক হয়ে যায় শ্বেতা। রাঙার মনে হতে থাকে কে এই কাজ করতে পারে। একবার তাঁর ষড়যন্ত্র হয় আহেরির উপর। কিন্তু পরক্ষণে মনে হয়, আহেরি সব সময় রাঙার ভালো চেয়েছে। তাই সে এই কাজ করতে পারে না। এদিকে, আক্কুর মেজ বৌদি আর শ্বেতার বন্ধু তথা এই ঘটনার ষড়যন্ত্রকারী এখনো জানেনা যে পার্টিতে বিফল হয়েছে তাঁদের ষড়যন্ত্র।
আরও পড়ুন: ঝিলিক-দেবা ও গৌরব-আঁখি মুখোমুখি! খোলসা হবে চারজনের সম্পর্ক? দুই শালিকে ধুন্ধুমার
এরপর দেখা যায়, আক্কুর সঙ্গে রোমান্টিক গানে নাচ করছে রাঙামতি। কিন্তু রাঙা বুঝতে পারে এই গানে রাঙার সঙ্গে নাচ করতে গিয়ে অস্বস্তি হচ্ছে আক্কুর। এরপর রাঙা নিজের গ্রামের জমজমাট গানে নৃত্য পরিবেশন করে। সুন্দরভাবে পার্টিতে সময় কাটিয়ে একসঙ্গে ফিরে আসে রাঙামতি ও আক্কু।