মাত্র কিছুদিন আগে রাজারহাটের এক কনসার্টে এক শ্রোতা ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) বাংলা গান না গাওয়ার পরামর্শ দেন। জবাবে ইমন কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাংলা ভাষা ও গানের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। তাঁর এই বক্তব্যের ভিডিও দ্রুতই ভাইরাল হয়। অনেকেই ইমনের বক্তব্যকে সমর্থন করেন, যদিও কেউ কেউ তাঁর এমন তীব্র প্রতিক্রিয়ায় বিরক্ত হন। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ব্রায়ান অ্যাডামসের কনসার্টে যোগ দেওয়ায় ইমন ফের সমালোচনার মুখে পড়লেন।
বিতর্কের মুখোমুখি ইমন চক্রবর্তী!
৮ ডিসেম্বর কলকাতায় ব্রায়ান অ্যাডামসের কনসার্টে ইমন উপস্থিত ছিলেন। সেখানে তাঁর গান শোনার পাশাপাশি নাচার একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওটি দেখে একাংশের দাবি, বাংলা গানের বিষয়ে এত কড়া অবস্থান নেওয়ার পর ইংরেজি গানের কনসার্টে যাওয়া ইমনের নিজের কথার বিরোধিতা। নেটিজেনদের কেউ কেউ তাঁকে তীব্র কটাক্ষ করে লিখেছেন, “বাংলা গানে কোমর দোলে না, তার জন্য ইংলিশ লাগে।” আবার কেউ বলেছেন, “ব্রায়ান অ্যাডামসকে বাংলা গান শোনাতে বললেন না কেন?”
তবে ইমনের সমর্থনেও মুখ খুলেছেন অনেকেই। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী একটি পোস্টে লেখেন, “ইমন শুধু বোঝাতে চেয়েছেন, বাংলার শিল্পী হিসেবে তাঁকে যদি কেউ ডাকে, তবে বাংলা গান গাইবেন—এটাই স্বাভাবিক। ইংরেজি গান শুনতে গেলে যে ইংরেজি গানই শোনা হবে, সেটাও বোধগম্য হওয়া উচিত।” পিয়ার এই মন্তব্য অনেকের সমর্থন কুড়িয়েছে।
আরও পড়ুন: দুঃসংবাদ! রোশনাইয়ের পর ‘তেঁতুল পাতা’, এবার বদলাচ্ছে প্রধান নায়ক! কামব্যাক করছেন বিরাট জনপ্রিয় অভিনেতা
সমর্থকদের দাবি, ইমন মাতৃভাষার সম্মান রক্ষার জন্যই সেদিন প্রতিবাদ করেছিলেন। একজন লেখেন, “ইমন কখনও বলেননি যে বাংলা ছাড়া অন্য ভাষার গান শোনা বা গাওয়া যাবে না। তিনি শুধু বাংলার শিল্পী হিসেবে মাতৃভাষার গুরুত্ব বুঝিয়েছেন।” আরেকজন লেখেন, “আমরা নিজেরাই যদি বাংলার মান না রাখি, অন্য কেউ কেন করবে?” তবে সমালোচকদের মন্তব্যকে অশিক্ষিত ও অযৌক্তিক বলেও ব্যাখ্যা করেছেন অনেকে।