দুঃসংবাদ, সংগীত মহলে ফের নক্ষত্রপতন, প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী

শীতের মরশুম যেরকম একের পর এক সুসংবাদ বয়ে নিয়ে আসে তেমন‌ই পাশাপাশি নিয়ে আসে দুঃসংবাদ। চলতি বছরের বিনোদন ইন্ডাস্ট্রিতে একের পর এক খারাপ খবর আমরা পেয়েছি। আর সেই তালিকায় সংযোজিত হল আর‌ও একটি নাম। গুণী শিল্পীদের তালিকা থেকে সরে গেল আরও একজন।

২০২৪ সালে বহু মানুষকে আমরা হারিয়েছি। বছরের শেষ মাসে দাঁড়িয়েও আমরা হারালাম আর‌ও একজন গুণী শিল্পীকে। বছরের শেষ মাসের সকাল বয়ে নিয়ে এলো খারাপ খবর। গায়িকার এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ শিল্প জগৎ।

শুধু কি দেশ? শুধু কি বাংলা? তার গানের কদর ছিল বিশ্বজুড়ে। বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দেন এই জনপ্রিয় গায়িকা। বিগত কয়েক বছর ধরেই ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি।‌ অবশেষে সব কিছুকে স্তব্ধ করে সেই লড়াই থামল। মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি গায়িকা পাপিয়া সারোয়ার। জন্মগতভাবে ভারতীয় নন বাংলাদেশী। তবে এপার বাংলার সঙ্গে তার নিবিড় সম্পর্ক‌। তিনি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছেন সেখানেই রবীন্দ্রসঙ্গীতের উপর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা পান। বাংলাদেশের পাশাপাশি এই দেশেও গায়িকার ব্যাপক জনপ্রিয়তা ছিল।

papia-sarwar

আরও পড়ুনঃ দুঃসংবাদ, সংগীত মহলে ফের নক্ষত্রপতন, প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী