নিজের পাঁচ বছরের অভিজ্ঞতা বউয়ের উপরে প্রয়োগ করলেন কাঞ্চন! কাঞ্চন-শ্রীময়ীর মাঝরাতের ভিডিও ভাইরাল

কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজ চলতি বছরে মার্চ মাস নাগাদ টলিউড জগতের এই দুই জনপ্রিয় তারকা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। এই জুটির বিবাহের প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করে তাঁদের কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া অবধি প্রতিটা বিষয়ে সমাজ মাধ্যমে হয়েছেন ট্রোলড। তা তাদের সন্তান জন্ম হোক কিংবা ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি পোস্ট সবকিছুকে ঘিরেই এই তারকা দম্পতি থাকে সমালোচনার শিখরে।

কার্যত বলা যেতে পারে, নেটিজেনরা প্রায় ওত পেতে বসে থাকে কখন লাইম লাইটে থাকা এই দম্পতি তাঁদের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে জীবনের কিছু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করবেন অনুরাগীদের সঙ্গে। ইদানিংকালে দেখতে পাওয়া যাচ্ছে, এই দম্পতির মধ্যে বিয়ের পর প্রেম বেড়েছে বই কমেনি কোনোমতেই। মাঝে মাঝেই তাঁরা তাঁদের ব্যক্তিগত সম্পর্কের খুনসুটির ভিডিও পোস্ট করে থাকেন সমাজ মাধ্যমে। তাদের ভিডিও দেখে কেউ কেউ করে সমালোচনা, আবার কেউ করে বাহবা।

Kanchan and Srimayi fell ill after returning from their honeymoon

বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে এমনই এক ভিডিও, ইন্টারনেট জগতে রাতারাতি ভাইরাল হয়ে গেছে কাঞ্চন-শ্রীময়ীর ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শ্রীময়ী অবেলায় স্নান করেছে বলে স্বামী তাঁর দায়িত্ব পালন করছে। অর্থাৎ হেয়ার ড্রায়ার দিয়ে স্ত্রীয়ের চুল শুকিয়ে দিচ্ছে। যদিও এই ধরনের দৃশ্য আগেও দেখা গেছে তারকা জুটির মধ্যে। স্বামীর ভালোবাসা পেয়ে লজ্জায় রাঙা হয়ে উঠেছে শ্রীময়ীর মুখ। ভিডিওতে কথায় কথায় অভিনেত্রী এও বলেন যে, “যাক বাবা আমার কপাল ভালো আমার ভেজা চুল শুকিয়ে দিচ্ছে”। বৌয়ের জন্য তো এইটুকু করাই যায়।

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করার পর এখন তো সবাই আমাকেই চটিচাটা বলে ডাকে’, আক্ষেপ নায়িকা কণিনীকার

শ্রীময়ী যখন তাঁর স্বামীকে জিজ্ঞাসা করলেন, কিগো, তুমি কি করছ? উত্তরে কাঞ্চন বললেন, বউয়ের চুল শুকিয়ে দিচ্ছি। বউয়ের চুল শুকাতে গিয়ে খানিক স্মৃতিচারণায় ভাসতে দেখা গেল অভিনেতাকে আর বললেন, “একটা সময় চাকরি করতাম। পার্লারে চার পাঁচবছর চাকরি করেছি। তো, এসব জানি। কিন্তু, তাতে কী? অন্যের বউয়ের চুল তো আর শোকাচ্ছি না। নিজের বউয়ের চুল শোকাচ্ছি।” এই ভিডিওই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।