‘শ্রাবন্তী তো এক্কেবারে বোকা, যাকে বলে ইমোশনাল ফুল!’ শুভশ্রীর মন্তব্যে টলিপাড়ায় চর্চা! হঠাৎ কেন অভিনেত্রীকে নিয়ে এমন বললেন লেডি সুপারস্টার?

টলিউডে নায়িকাদের বন্ধুত্ব নিয়ে চর্চা নতুন নয়। অনেকেই মনে করেন, একই ইন্ডাস্ট্রিতে কাজ করা অভিনেত্রীরা খুব একটা ঘনিষ্ঠ বন্ধু হতে পারেন না। প্রতিযোগিতা, জনপ্রিয়তা আর লাইমলাইটের টানাপোড়েনে সম্পর্ক নাকি সহজেই তিক্ত হয়ে ওঠে। সেই আবহেই হঠাৎ করে আলোচনায় উঠে আসে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম। জি বাংলার একটি জনপ্রিয় অনুষ্ঠানে শুভশ্রীর বলা একটি মন্তব্য নতুন করে কৌতূহল বাড়িয়েছে দর্শকদের মধ্যে। প্রশ্ন উঠেছে, তবে কি সহ অভিনেত্রীর প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করলেন শুভশ্রী, নাকি বিষয়টি ছিল নিছকই মজার ছলে বলা কথা।

ঘটনাটি ঘটে শাশ্বত চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় একটি শো তে। অতিথি হিসেবে হাজির ছিলেন শুভশ্রী। র‌্যাপিড ফায়ার পর্বে তাঁকে প্রশ্ন করা হয় মিমি নুসরত আর শ্রাবন্তীর মধ্যে কে বেশি বোকা। এক মুহূর্ত না ভেবেই শুভশ্রী নাম নেন শ্রাবন্তীর। স্টুডিয়োতে তখন হাসির রোল ওঠে। পরে অবশ্য শুভশ্রী বিষয়টি ব্যাখ্যা করে বলেন, তিনি আসলে বোঝাতে চেয়েছেন শ্রাবন্তী খুব ইমোশনাল একজন মানুষ। তাঁর মতে শ্রাবন্তী সহজেই অনুভূতিতে ভেসে যান, আর সেখান থেকেই এমন মন্তব্য বেরিয়ে এসেছে।

এই অনুষ্ঠানেই শুভশ্রী তাঁদের সম্পর্ক নিয়ে একটি মজার অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন। তিনি জানান, শো করতে গিয়ে বহুবার দর্শক তাঁকে শ্রাবন্তী ভেবে ভুল করেছেন। আবার শ্রাবন্তীকেও নাকি অনেক সময় শুভশ্রী নামে ডাকা হয়েছে। বিষয়টি বেশ পুরনো, তখন শুভশ্রীর সঙ্গে রাজের বিয়েও হয়নি। এই মিল নিয়ে দুজনেই নাকি হাসাহাসি করতেন। তাই সম্পর্কের মধ্যে যে কোনও তিক্ততা নেই, সেটাই যেন বোঝাতে চেয়েছেন শুভশ্রী।

অন্যদিকে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সবসময়ই থাকে খবরের শিরোনামে। বারবার সম্পর্ক, বিয়ে আর বিচ্ছেদের কারণে সমালোচনা কম হয়নি তাঁকে নিয়ে। খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন তিনি। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন, সম্পর্কের সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি আবেগের বশেই তাড়াহুড়ো করে ফেলেছিলেন। যদিও এখন তিনবার ডিভোর্সের পর নিজের জীবন নিয়ে অনেক বেশি সচেতন শ্রাবন্তী। আপাতত একের পর এক বড় প্রোজেক্টে কাজ করছেন তিনি, দেবী চৌধুরানীর মতো ছবিতে তাঁর উপস্থিতি প্রশংসাও কুড়িয়েছে।

আরও পড়ুনঃ ‘৫০ বছরের কাঞ্চনের প্যান্ট জুম করে দেখে কিছু মেয়ে, তিনবার বিয়ে নিয়ে এত আপত্তি তাহলে কেন?’ কটাক্ষকারীদের তী’ব্র ভাষায়, শ্রীময়ী চট্টরাজের আক্রমণ! ট্রোলারদের অসুস্থ মানসিকতাকে প্রশ্ন তাঁর!

শুভশ্রীও বর্তমানে নিজের জীবনে বেশ স্থিত। পরিবার আর কাজের ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছেন তিনি। রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার, ছেলে ইউভান আর মেয়েকে নিয়ে তাঁর সময় কাটে বেশিরভাগ। অতীতের নানা জল্পনা এখন শুধুই স্মৃতি। দুই অভিনেত্রীই নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত এবং ব্যস্ত। তাই একটি শো তে বলা একটি মজার মন্তব্য নিয়ে অতিরিক্ত বিতর্ক না বাড়ানোই ভালো বলেই মনে করছেন টলিপাড়ার অনেকেই।

You cannot copy content of this page