বাঙালিদের প্রচলিত প্রবাদ বাক্যে রয়েছে, ‘জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে’ অর্থাৎ জন্ম মৃত্যু এবং বিয়ে মানুষের কখনোই নিজের ইচ্ছেতে হয় না, যা হয় ওই ভগবানের ইচ্ছেতেই হয়। মানুষের জীবনে অনেক সময় তেমন ঘটনাই ঘটে থাকে। টলিউডে (Tollywood) বর্তমানে চলছে বিয়ের মরসুম। ছোট পর্দা থেকে বড় পর্দা অনেকই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। কেউ আবার সেরে রাখছেন বাগদান পর্ব। সবকিছুর মাঝেই এমন এক অভিনেত্রীর বিয়ে সবার থেকে একটু আলাদা করে নজর কেড়ে নিয়েছে। অভিনেত্রীর নাম মল্লিকা ব্যানার্জি (Mallika Banerjee) ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ।
বর্তমানে এই অভিনেত্রী স্টার জলসার ‘দুই শালিক’ নামক সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাচ্ছে। আবার, ‘গীতা এলএলবি’তেও রয়েছেন মল্লিকা। এই বছরের ডিসেম্বর মাসে গত রবিবার অর্থাৎ ১৬ই ডিসেম্বর ডাক্তার পাত্র রুদ্রজিতের সঙ্গে আইনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই এনগেজমেন্ট পার্টিতে ছিল তারকাদের মেলা। অবশেষে অভিনেত্রী জীবনের নানান ঝড়-ঝাপটা পেরিয়ে সুখের মুখ দেখলেন।
মল্লিকার জীবনে এটাই প্রথম বিয়ে নয়। অভিনেত্রী কম বয়স থাকাকালীন প্রেম করে বিয়ে করেছিলেন, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার কারণে মেয়ের ৯ বছর বয়সে আলাদা হয়ে যান। তারপর থেকে শুরু হয় মেয়েকে নিয়ে জীবনের স্ট্রাগল। দীর্ঘ ১৫ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই মেগার অভিনেত্রী। আগামী বছরের ২৪শে জানুয়ারি বিয়ে করবেন।
আরও পড়ুন: অবাঙালি ছবির জন্য হল পাচ্ছে না বাংলা ছবি! মিলছে না খাদানের শো, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ দেবের
মূলত, মেয়ের উৎসাহেই বিয়েতে সায় দিয়েছেন মল্লিকা। মেয়ের বয়স ১৭, এখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। এই সম্পর্কের মাধ্যমে মানুষের প্রতি ভরসা কিভাবে করতে হয় পুনরায় তা শিখিয়ে দিলেন ডাক্তার পাত্র। জীবনে বিশ্বাস করে বারবার ঠকতে ঠকতে, মানুষকে ভরসা করতে ভুলে গিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, “মেয়ের যখন ১১ বছর বয়স সেই সময় থেকেই ও আমাকে বলেছিল নতুন করে ভাবার কথা। এখন রুদ্র আর মেয়েকে কথা বলতে দেখলে কেউ বলবে না যে ও গরিমার বাবা নয়। সত্যি বলতে বেশি বয়সে বিয়ে কুন্ঠাবোধ হচ্ছিল। মেয়েই উৎসাহ নিয়ে সবটা করিয়েছে। আর আমার মেয়ে ১৭ বছর হলেও একটু ছেলেমানুষ। এখন তাঁর আনন্দ মায়ের বিয়ে দেখবে। ওর ইচ্ছে মায়ের বিয়েতে নিতকনে হবে।”