অবাঙালি ছবির জন্য হল পাচ্ছে না বাংলা ছবি! মিলছে না খাদানের শো, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ দেবের

শীতের মরশুম এসে গেছে। ঘোরা, বেড়ানো আনন্দ উদযাপনের এ যেন এক বিশেষ সময়। পিকনিক হোক বা চার্চে ঘুরতে যাওয়া, বা বন্ধু-বান্ধব, পরিবার মিলে দূরে কোথাও যাওয়া সব কিছুই এই সময়টাকে আর‌ও বিশেষভাবে রঙিন করে তোলে। একই সঙ্গে আবার সিনেমা দেখারও মরশুম এটা। কারণ হিন্দি, বাংলা মিলে বিভিন্ন ধরনের সিনেমা (Cinema) মুক্তি পায় এই সময়।‌ আর ছুটির সময় হল উপচে পড়ে সেই সমস্ত সিনেমা দেখতে।

বাংলার সুপারস্টার দেব বর্তমানে ছবির প্রযোজকও বটে। আর তিনি প্রত্যেক বছর ডিসেম্বর মাসে নিজের ভক্ত দর্শকদের একটা করে সিনেমা উপহার দিয়ে থাকেন। টনিক হোক বা প্রজাপতি তার সিনেমা দেখতে ভিড় উপচে পড়ে বাঙালির। আর চলতি বছরেও সেই রকমই একটি সিনেমা উপহার দিতে চলেছেন তিনি দর্শকদের। যদিও এখন সেই সিনেমা আদৌ হলে মুক্তি পাবে কিনা সেই নিয়ে দোলাচল রয়েছে।

কিন্তু কেন? বাংলায় বাঙালির সিনেমা দেখার জন্য কিসের এত চিন্তা? আসলে মিলছে না হল। কারণ এই মুহূর্তে বাংলা সিনেমার বাজার দাপাচ্ছে অবাঙালি সিনেমা। আসলে অন্যান্য রাজ্যের মতো এই মুহূর্তেও বাংলায় চলছে আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা ২। আর যার জেরে কোনঠাসা বাংলা সিনেমা। বেশিরভাগ সিনেমা হলই ব্যবসা করার জন্য জায়গা করে দিয়েছে পুষ্পা ২ কে। আর যতদিন দর্শকদের মাতামাতি থাকবে ততদিন এই সিনেমার রাজত্ব করবে। কিন্তু যে কারণে এখন হল পাচ্ছে না মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বাংলা সিনেমাগুলো।

ডিসেম্বরেই মুক্তি পাবে চারটি বাংলা সিনেমা।রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘সন্তান’, দেব অভিনীত এবং প্রযোজিত ‘খাদান’, প্রতিম.ডি. গুপ্তার ‘চালচিত্র’ ও অভানেত্রী, পরিচালক মানসী সিনহার ‘৫ নং স্বপ্নময় লেন’। কিন্তু হল খরা কাটছে না কোন সিনেমারই। শুধুমাত্র পুষ্পা ঝড়ের মাঝেও সিনেমা হলে ব্যাটিং করে যাচ্ছে বাংলা সিনেমা বহুরূপী।

আরও পড়ুন: লোলুপ দৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর ক্ষমতা মেয়েদের নিজেদের‌ই রয়েছে, ইন্ডাস্ট্রির ‘যৌ’ন হে’নস্থা’ নিয়ে মন্তব্য সংগীতশিল্পী পৌষালীর

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট করেন দেব, সেখানে তিনি নিজের ভক্ত দর্শকদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমার দর্শকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ অগ্রিম উদ্বোধন এখনও খোলা হয়নি। বিশ্বাস করুন আমি সর্বত চেষ্টা করছি এবং লড়াই করছি খাদানের জন্য। শো পাওয়ার জন্য। এবং অগ্রিম খোলার জন্য। কিন্তু বাংলায় অন্য ভাষার ছবি বিতরণের কারণে খাদান শো পাচ্ছে না।
সত্যিই দুঃখিত, দয়া করে ধৈর্য ধরুন। আমি চেষ্টা বন্ধ করবো না।’