‘বাবাকে বিয়ে করে আদিখ্যেতার সময় ওশের কথা মাথায় আসেনি?’ শ্রীময়ী দরদ দেখাতেই ধুয়ে দিলেন নেটিজেনরা

টলিউডে (Tollywood) সিনেমার বাজারে এখন নজর দিলেই দেখতে পাওয়া যাবে, প্রধানত দুটি ছবির নামই বাংলার দর্শকদের মুখে মুখে ঘুড়ে বেড়াচ্ছে তা হল ‘সন্তান’ এবং ‘খাদান’। আগামী ২০শে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’। তারই গ্র্যান্ড প্রিমিয়ার ছিল গত মঙ্গলবার। যথারীতি এই প্রিমিয়ারে হাজির ছিল টলিউডের বহু তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য জুটি ছিল শ্রীময়ী (Sreemoyee Chattoraj)-কাঞ্চন (Kanchan Mallik)।

কিন্তু, সিনেমার প্রিমিয়ারে এসেও সমালোচনা পিছু ছাড়েনি এই তারকা জুটির। সদ্যই জন্ম নিয়েছে তাদের কন্যা সন্তান কৃষভি। তাই বর্তমানে বেজায় ব্যস্ত তাদের সন্তানকে নিয়ে। এই প্রিমিয়ারে এসে শ্রীময়ী কোন এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেন, “ওশ তো আমারও সন্তানসম। আমার কাছে কৃষভি যা, ওশ-ও তাই”। এছাড়াও অভিনেত্রী আরও মন্তব্য প্রকাশ করেন তাঁর সৎ ছেলেকে নিয়ে। কাঞ্চন-পিঙ্কির একমাত্র সন্তানকে ঘিরে অভিনেত্রীর এই নানান বক্তব্য যথারীতি পৌঁছে যায় কাঞ্চনের প্রথম পক্ষে স্ত্রীয়ের কানে। টলিউড ইন্ডাস্ট্রিতে পিঙ্কি ব্যানার্জি এক অত্যন্ত পরিচিত মুখ, তার ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা।

কাঞ্চনের বর্তমান স্ত্রীয়ের মন্তব্য শুনে অভিনেত্রী পিঙ্কি বলেন, ভবিষ্যতে কী হবে না হবে, তা সবটাই নির্ভর করছে সময়ের ওপর। অভিনেত্রী আরও বলেন যে, “ঠিক আছে, ধন্যবাদ ওঁর মহান উক্তির জন্য। ওশ বাবাকে মিস্ করে না। আমরা চাই ওঁরা খুব ভাল থাকুন। যতটা ভাল থাকা যায়। আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি। যা হয়েছে, ভাল হয়েছে।” বর্তমানে কাঞ্চনের ছেলের বয়স মাত্র ১০ বছর।

আরও পড়ুন: অভিনয় ছাড়লেন অভিনেতার রেজ‌ওয়ান রব্বানী শেখ? এবার নতুন পেশায় অভিনেতা!

বর্তমান পরিস্থিতিতে পিঙ্কি তাঁর একমাত্র ছেলেকে নিয়ে যথেষ্ট সচেতন। অভিনেত্রী জানান, ছেলে এই মুহূর্তে রয়েছে তাঁর বয়ঃসন্ধিতে। তাই পিঙ্কি মন প্রাণ দিয়ে তাঁর সন্তানকে সবটুকু দিয়ে মানুষ করতে চায়। কাঞ্চনের প্রাক্তন স্ত্রী বলেন, “ছেলে পড়াশোনায় ভাল হয়েছে, শিক্ষকদের কথা শোনে। সে দিক থেকে বাধ্য। আসলে আমি একটাই কথা বিশ্বাস করি, গাছের ফল বলে দেয় গাছের পরিচর্যা কেমন হয়েছে। আমার মনে হয় সন্তান মানুষ করার সময়টা হল তপস্যা করার মতো। সেই সময় সেটা নিয়ে খুব বেশি কথা বলা উচিত নয়। আর এক শ্রেণির বাচ্চাদের নাগালে সুশিক্ষার সুযোগ আছে। তাদের কাছে ফোনে দেখার জন্য এত ভাল জিনিস রয়েছে, তার পরে গসিপ বা জঞ্জাল দেখার সময় ওদের নেই।” অভিনেত্রী পিঙ্কির কৃষভিরা প্রতি ভালোবাসা রেখে বলেন, “ও খুব ভাল থাকুক, এই ব্রহ্মাণ্ড যেন ওকে সব খারাপের থেকে রক্ষা করে। খুব ভাল থাকুক।” অবশেষে এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রী তাঁর উচ্চ মানসিকতার পরিচয় দেন।