পরম-পিয়ার পর আদৃত কৌশাম্বি! নতুন দম্পতির জীবনে এলো খুদে সদস্য? ভাইরাল ছবি

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী ২০২৪ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চাইলেও মাঝেমধ্যে তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি, এক শিশুকে কোলে নিয়ে তাঁদের একটি ছবি দেখে নেটিজেনরা বেশ চমকে গিয়েছেন। কৌশাম্বি ইনস্টাগ্রামে সেই মুহূর্ত শেয়ার করতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তবে কি বছর ঘুরতেই বাবা মা হলেন আদৃত-কৌশাম্বি।

টেলিভিশন ধারাবাহিক মিঠাই-এর সেটে কাজ করতে গিয়েই আদৃত ও কৌশাম্বির প্রেমের সূচনা হয়। যদিও শুরুর দিকে আদৃতের সঙ্গে মিঠাই চরিত্রের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। অনেকে ভেবেছিলেন, সিরিয়ালের মতো বাস্তবেও তাঁদের সম্পর্ক রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে ছবিটা বদলে যায়। জানা যায়, মিঠাই নয় আদৃতের মন জয় করেছেন ‘দিদিয়া’ কৌশাম্বি, যিনি ধারাবাহিকে তাঁর দিদির চরিত্রে অভিনয় করতেন। সেই সময় আদৃতের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়ার সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল, তবে হঠাৎই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর সৌমিতৃষার সঙ্গে আদৃতের নাম জড়ালেও শেষ পর্যন্ত প্রেমের গল্প নতুন মোড় নেয় কৌশাম্বির সঙ্গে।

২০২১ সালে সুপ্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আদৃত তবে পরবর্তীতে এই সম্পর্ক ভেঙে যায়। যখন কৌশাম্বিও আদৃতের প্রেমের খবর প্রকাশ্যে আসে, তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং শুরু হয়। মিঠাই-এর ভক্তরা কৌশাম্বিকে ব্যক্তিগত আক্রমণ করেন এবং এমনকি তাঁর পরিবারও সমালোচনার মুখে পড়ে। অনেকেই দাবি করেছিলেন, সুপ্রিয়ার মতো কৌশাম্বিকেও হয়তো আদৃত বিয়ে করবেন না। কিন্তু সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে তাঁরা ২০২৪ সালের মে মাসে জমকালো আয়োজনে বিয়ে করেন।

আরও পড়ুনঃ দুঃসংবাদ! হাসপাতালে ভর্তি অনুরাগের ছোঁয়া খ্যাত ঊর্মি! কি হয়েছে অভিনেত্রীর?

বিয়ের পরও নানা ধরনের গুজব ছড়ায়। তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবে সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। বাস্তবে, বিয়ের কিছুদিন পরই কৌশাম্বির মা প্রয়াত হন, সেই কঠিন সময়ে আদৃতই পাশে থেকে স্ত্রীকে মানসিকভাবে সমর্থন দেন। তাঁদের সম্পর্কের গভীরতা আরও দৃঢ় হয়। ভক্তদের অনেকের কাছেই এটি প্রমাণ করে যে তাঁদের বন্ধন কেবল প্রেম নয়, একে অপরের প্রতি গভীর দায়িত্ববোধও রয়েছে।

জানা গেছে কৌশাম্বি ইনস্টাগ্রামে যে ছবিটি শেয়ার করেছেন সেই ছবিটির শিশু তাদের এক ভক্তের। যা মা-বাবার সঙ্গেই তোলা হয়েছিল, তবে ভক্তদের কল্পনায় ইতিমধ্যেই তাঁদের সংসারে এক ছোট্ট আদৃত বা কৌশাম্বির আগমনের স্বপ্ন রচিত হয়েছে। অনেকেই তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন। বর্তমানে আদৃত মিত্তিরবাড়ি সিরিয়ালে কাজ নিয়ে ব্যস্ত, আর কৌশাম্বি অভিনয় করছেন ফুলকি-তে। তাঁদের ব্যক্তিগত জীবন ও কাজ দুটোই ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন তাঁরা। যদিও তাঁরা লাইমলাইট থেকে দূরে থাকতে চান, তবুও ভক্তদের ভালোবাসা তাঁদের প্রতি বরাবরই অটুট রয়েছে।