‘নিম ফুলের মধু’র সঙ্গেই শেষ হচ্ছে জলসার দারুণ জনপ্রিয় ধারাবাহিকের গল্প! জানলে মন ভাঙবে

কোনো কিছুর শুরু মানে তার শেষ অনিবার্য অর্থাৎ তা সে সিনেমা হোক বা সিরিয়ালের (Serial) গল্প। বিগত বেশ মাস খানেক ধরে শোনা যাচ্ছে শেষ হতে চলেছে অনেকগুলো সিরিয়াল। এরই মধ্যে বেশ কিছু নতুন সিরিয়ালের প্রমোও প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত বলা যায়, কয়েকদিন হল শুরু হয়েছে সান বাংলায় ‘পুতুল টিটিপি’ আবার অন্যদিকে, জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘দুগ্গামণি ও বাঘ মামা’র প্রমো এসেছে দর্শকদের সামনে। এই সবকিছুর মাঝে শোনা গেল, নিম ফুলের মধুর সঙ্গে শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার ‘উড়ান’ও।

Tollywood, serial,actor,Rubel Das, Neem Phooler Madhu, entertainment, Bengali serial, রুবেল দাস, অভিনেতা, টলিউড, নিম ফুলের মতো, জি বাংলা, বিনোদন, Zee Bangla

এই বছরের শুরুর দিক থেকেই শোনা যাচ্ছিল ‘নিম ফুলের মধু’ শেষ হয়ে যাবে কিন্তু উড়ান যে শেষ হবে এই ধারণা কারোর ছিল না। তবে, উড়ান ধারাবাহিকও দর্শকদের সেইভাবে মনোরঞ্জন করতে না পারায় টিআরপি-র তালিকায় নিজের স্থান হারিয়েছিল।

আরও পড়ুনঃ শিব যেমন কালিকে সন্তুষ্ট করতে পায়ের তলায় শুয়ে পড়ে কাঞ্চন ও ঠিক তাই! ওই আমার শিব! অকপট শ্রীময়ী

আর দেখা যাবে না পূজারিণী ও মহারাজের দুস্টু-মিষ্টি গল্প। একজন বদমেজাজী-রাগী ছেলেকে জীবনের সঠিক পথে আনা নিয়ে ধারাবাহিক শুরু হলেও পরবর্তীকালে গল্প স্রোত হারিয়েছিল। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের দর্শকদের সঙ্গে সঙ্গে ‘উড়ান’-এর দর্শকদেরও মন খারাপ। কিন্তু, কথা হচ্ছে এখন উড়ান-এর পরিবর্তে কোন ধারাবাহিক নিতে চলেছে তার স্থান নাকি শুরু হতে চলেছে নতুন সিরিয়াল, কোনটা?