আজ থেকে প্রায় বছর দশেক আগে স্টার জলসার ‘চোখের তারা তুই’ ছিল সেই সময়ের অন্যতম জনপ্রিয় সিরিয়াল। আয়ুষ-তুতুলের জুটি ভুলতে পারেনি আজও অনেক দর্শক। কিন্তু, সেই তুতুল আজ প্রায় গায়েব অভিনয় জগত থেকে। অভিনেত্রীর নাম ঈপ্সিতা মুখার্জি (Ipshita Mukherjee)।
আজকালকার দিনে, বাংলা টেলিভিশন জগতে এমন অনেক মুখ রয়েছে যারা দর্শকদের কাছে পরিচিত হলেও মাঝে মধ্যেই একেবারে আড়ালে চলে যায় তাঁদের মধ্যে অন্যতম ঈপ্সিতা মুখার্জি। কিন্তু, এইসব শিল্পীরাই যদি আবার অনেকদিন পর পর্দায় ফিরে আসে তাহলে খুশি হয় অনেক অনুরাগীরা।
প্রসঙ্গত, অভিনেত্রী ঈপ্সিতা আবারও বহুদিন পর ফিরছে ছোটো পর্দায়। অভিনেত্রীকে শেষবারের মতো দেখা গেছে স্টার জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকে। এই সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও আজও অনেকে মনে রেখেছে কোকো’কে।
আরও পড়ুনঃ আদৃতের প্রাক্তন হলেন রবির বর্তমান! আদৃতকে ঠকিয়ে অন্য একজনের সঙ্গে বাগদান, এবার রবি সাউকে বিয়ে করলেন সুপ্রিয়া
তবে, বহুদিন পর জীবনের চেনা ছন্দে ফিরছে অভিনেত্রী। সান বাংলার হাত ধরে ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ নতুন রূপে আসছে ঈপ্সিতা। তবে, অভিনেত্রীর চরিত্রর ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে, এখন দেখতে হবে অভিনেত্রীর এই নতুন রূপের অভিনয়কে ঠিক কতটা প্রশংসা করে দর্শকেরা?