“মানসী এটা কী গাইলে তুমি!” বাংলার প্রতিযোগীর গান শুনে অবাক শ্রেয়া! বিশাল-শ্রেয়ার মন্তব্যে অবাক দর্শকেরা! নিন্দার ঝড় উঠলো নেট পাড়ায়

কলকাতা, মানে ভালোবাসার শহর। আর এই ভালোবাসার শহরে লুকিয়ে আছে না জানি কতই প্রতিভা। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেইসব প্রতিভা সমাজের সামনে এলেও তা সেই অর্থে স্বীকৃতি পায়না, যতক্ষণ না পর্যন্ত সেইসব ব্যক্তিরা আসছে টিভির পর্দায়।

এই মুহূর্তে অন্যতম উল্লেখযোগ্য রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল পুরোদমে জমে উঠেছে। দিন যত ফাইনালের দিকে এগোচ্ছে প্রতিযোগীদের কাছে এই প্রতিযোগিতা ততই বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ইন্ডিয়ান আইডল ১৫-তে এখন রয়েছে আটজন প্রতিযোগী।

এই আটজনদের মধ্যে বেশ কিছু বাংলার প্রতিযোগীরাও স্থান করে নিয়েছে। প্রতিযোগীদের নাম হল অনিরুদ্ধ সুস্বরম, মিশমী বসু, মানসী ঘোষ, স্নেহা শংকর, প্রিয়াংশু দত্ত, শুভজিৎ চক্রবর্তী, চৈতন্য মৌলি এবং রাগিনী শীল্ড।

প্রসঙ্গত কিছুদিন আগেই প্রতিযোগিতার মঞ্চেই পালন হয়েছে বিচারক শ্রেয়া ঘোষালের জন্মদিন উপলক্ষে বিশেষ পর্ব। এই দিনের পর্বে প্রতিযোগী মানসী গায় ‘জব উই মেট’-এর ‘হা ইয়ে কই তো বজা’। তবে গানটি গাওয়ার সময়ের প্রতিযোগী সুর তাল অনেকটাই বদলে দেয়।

মানুষের এই গান শুনে শ্রেয়া বলে, “মানসী এটা কী গাইলে তুমি! আমি তো কোনোদিন ভাবিওনি জ্যাস ফরম্যাটে গাওয়া যেতে পারে…”। এমনকি বিচারক বিশাল বদলানি বলেন, “আমার তো মনে হয় প্রীতমও আশা করেনি এই গানের সঙ্গে এসব করা যায়। কেউ ভাবেনি কেউ না”।

আরও পড়ুনঃ মিশকা-দীপার টানাটানি শেষ হলো, এবার এক ছেলেকে নিয়ে টানাটানি করে মরবে সোনা-রূপা! অনুরাগের ছোঁয়ার গল্প দেখে বিরক্ত দর্শকরা

তবে, মানসীর এই গান গাওয়ার ধরন মোটেই পোশায়নি দর্শকদের। অধিকাংশ নেটিজেনদের মতে, ‘মানসীর গলা সুন্দর হলেও গানটি নষ্ট করে ফেলল’। আবার অনেকে শ্রেয়া ঘোষালের এই গানের গায়িকি শুনে কীভাবে প্রশংসা করল এই নিয়ে অবাক বহু নেটিজেনরা।