স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া” (Anurager Chhowa) শুরু থেকেই ত্রিকোণ প্রেমের (Love-triangle) এক চিরন্তন গল্প। সূর্যের জীবনে প্রথম থেকেই ছিল মিশকা, আর সেখানেই দীপা উড়ে এসে জুড়ে বসে নায়িকা হয়ে। বাধ্য হয়ে মিশকাকে খলনায়িকা হতে হয়, কারণ সিরিয়ালে এক নায়ক, এক নায়িকা আর এক ভিলেন না থাকলে বোধহয় গল্প জমে না! এরপর কাহিনি যত এগিয়েছে, ততই নতুন নতুন ত্রিকোণ প্রেমের ফাঁদ তৈরি হয়েছে, আর দর্শকদের ধৈর্যের বাঁধ ভাঙার জোগাড় হয়েছে!
এখনও সেই চিরাচরিত ছন্দেই চলছে গল্প। সাম্প্রতিক প্রমোতে দেখা যাচ্ছে, একসঙ্গে পথচলার ২০ বছর পূর্ণ করেছে সূর্য ও দীপা। সেই উপলক্ষে বাড়িতে হচ্ছে জমকালো উদযাপন। সূর্য দীপাকে আবেগঘন কণ্ঠে বলে,
“আমাদের এত বছরের পথচলা তোমার ভালোবাসার অবদান, দীপা!” জবাবে দীপা বলে, “আমাদের ভালোবাসার অবদান ডাক্তার বাবু, এমনই ভালোবাসা খুঁজে পাক আমাদের মেয়ে দুটো!”
পাশে দাঁড়িয়ে থাকা রূপা এই মিষ্টি মুহূর্ত দেখে বলে, “সত্যিকারের ভালোবাসা বোধহয় এমনই হয়!” কিন্তু এতদিন পর্যন্ত যাঁরা এই প্রেম-ভালোবাসার সংজ্ঞা বুঝতে পারেননি, তাঁদের জন্য নতুন ধাক্কা অপেক্ষা করছিল! কারণ, এরপরই কৃষ্ণ নামে এক চরিত্র রূপাকে বলে,”আমি তোমাকে ভালোবাসি রাই!” আর সেই মুহূর্তেই সোনা দীপাকে জানিয়ে দেয়,”আমি কৃষ্ণকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না!”
সিরিয়ালের ট্র্যাক দেখে দর্শকরা এতটাই হতবাক যে, কমেন্ট সেকশনে মজার মজার প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ লিখেছেন, “সিরিয়ালের বাজেট কম না, নাকি অন্য আরেকটা নায়ক আনার সামর্থ্য নেই… দুটো নায়িকার একজনকে একই নায়ককে ভালোবাসতেই হবে!” আরেকজনের বক্তব্য, “কথা সেটা না, কথা হচ্ছে এত লিপ নেওয়ার পরও এখনো ২০ বছরের বিবাহবার্ষিকী পালন করছে!” সবচেয়ে মজার কমেন্ট বোধহয় ছিল,”আজ গরিব বলে!
আরও পড়ুনঃ “আমার জীবনে আর দোল নেই”! দেবরাজ রায়ের মৃত্যুর পর স্মৃতিচারণে একাকী অনুরাধা!
নাহলে এই সিরিয়ালগুলোর জন্য টিভি ভেঙে গুড়িয়ে ফেলতাম!” এতদিন দর্শকরা ভালোবেসে সিরিয়ালটি দেখেছেন, কিন্তু এখন মনে হচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। একজন দর্শক লিখেছেন, “মানুষ জনের ওপর একটু দয়া করে, এবার সিরিয়ালটা বন্ধ করুন প্লিজ!” এই গল্পের চরিত্রগুলোকে বোঝা যতটা কঠিন, দর্শকদের ধৈর্য ধরে রাখা ততটাই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে! কারণ একটার পর একটা ত্রিকোণ প্রেম যেন এ গল্পের ডিএনএর অংশ!
সূর্য-মিশকা-দীপা দিয়ে শুরু, এখন কৃষ্ণ-রূপা-সোনা হয়ে নতুন এক প্রেমের জগতে পা রেখেছে “অনুরাগের ছোঁয়া”।২৫ মার্চ রাত ৯:৩০ তে সম্প্রচারিত হবে এই পর্বটি। এখন প্রশ্ন একটাই – আগামী পর্বে আরও কতবার ত্রিকোণ প্রেমের পুনরাবৃত্তি হবে? সিরিয়ালের নাম পরিবর্তন করে “ত্রিকোণ প্রেমের ছোঁয়া” রাখলেই বোধহয় ভালো হবে! বলছেন অনেকে।