টিআরপি তালিকায় আবারও রদবদল! টানা একাদশবার শীর্ষে ‘পরিণীতা’, শুরুতেই বাজিমাত ‘চিরদিনই তুমি যে আমার’, কামাল করলো পরশুরাম!

টেলিভিশন দর্শকদের কাছে টিআরপি লিস্টের গুরুত্ব অপরিসীম। প্রতি সপ্তাহেই সিরিয়ালপ্রেমীরা অপেক্ষা করেন তাদের প্রিয় শো-এর পারফরম্যান্স জানার জন্য। এই সপ্তাহেও টিআরপি তালিকায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। নতুন চমক, পুরনো ধারাবাহিকের স্থায়িত্ব ও কিছু সিরিয়ালের রেটিং ওঠানামা টেলিভিশন জগতে উত্তেজনা বাড়িয়েছে।

২৭শে মার্চ প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী, জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ৭.২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ধারাবাহিকের গল্পের গভীরতা ও চরিত্রগুলোর শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ৬.৮ পয়েন্ট নিয়ে, যা দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (Fulki) ৬.৬ পয়েন্ট নিয়ে, যা ধারাবাহিকটির উত্তেজনাপূর্ণ মোড়ের কারণে দর্শকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতি’ (Rangamati) ও ‘পরশুরাম’ (Parshuram), দু’টি ধারাবাহিকই ৬.৩ পয়েন্ট অর্জন করেছে। গল্পের মোড় এবং শক্তিশালী অভিনয় এই দুটি সিরিয়ালকে দর্শকদের পছন্দের তালিকায় রেখেছে।

পঞ্চম স্থানে রয়েছে ‘কথা’ (Kotha) ও ‘কোন গোপনে’ (Kon Gopone), যাদের টিআরপি স্কোর ৫.৯। এদিকে, ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে ‘গীতা এলএলবি’ (Geeta LLB) ও ‘চিরদিনই তুমি যে আমার’ (Chiridini Tumi Je Amar), দু’টি ধারাবাহিকই ৫.৭ পয়েন্ট অর্জন করেছে।

আরও পড়ুনঃ শিক্ষা দিতে চেয়েছিল রায়ান, এবার শিক্ষা পেল নিজেই! পারুলের সাহসী সিদ্ধান্তে কি এবার ভাঙবে সম্পর্ক ? ‘পরিণীতা’তে আসছে বড় ধামাকা!

বিশেষ অনুষ্ঠানের মধ্যে, ‘জি বাংলা সোনার সংসার’ (Zee Bangla Sonar Sansar) ৬.৭ পয়েন্ট নিয়ে নজর কেড়েছে, আর ‘স্টার জলসা পরিবার’ (Star Jalsha Poribar) ৬.৫ পয়েন্ট নিয়ে কাছাকাছি রয়েছে। এছাড়া, ‘মহামিলনের দোল’ (Mahamiloner Dol) ৫.৩ পয়েন্ট নিয়ে তালিকায় জায়গা পেয়েছে।

এই সপ্তাহের তালিকা থেকে স্পষ্ট যে শক্তিশালী গল্প এবং চরিত্রের গভীরতাই ধারাবাহিকগুলোর সাফল্যের চাবিকাঠি। তবে আগামী সপ্তাহে আরও চমক অপেক্ষা করছে কি না, সেটাই দেখার! এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি রেটিং —

27th March | Thursday

BT •• পরিণীতা ৭.২
2nd •• জগদ্ধাত্রী ৬.৮
3rd •• ফুলকি ৬.৬
4th •• রাঙ্গামতি , পরশুরাম ৬.৩
5th •• কথা , কোন গোপনে ৫.৯

Trending ••

গীতা এলএলবি ৫.৭
চিরদিনই তুমি যে আমার ৫.৭
জি বাংলা সোনার সংসার ৬.৭
স্টার জলসা পরিবার ৬.৫
মহামিলনের দোল ৫.৩