
বাংলা টেলিভিশনের পর্দায় যতই ধারাবাহিকগুলি রোমাঞ্চে ভরা থাক না কেন, শেষ কথা কিন্তু বলে টিআরপি তালিকা। আর সেই তালিকা প্রকাশ পেতেই ফের প্রমাণ হল—জি বাংলা’র ধারাবাহিকরাই এখন দর্শকের বিচারে সেরা! ২৪ এপ্রিল প্রকাশিত এই সপ্তাহের টিআরপি তালিকায় দু’বছর পেরিয়েও পরপর দ্বিতীয় সপ্তাহে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) একক ভাবে বেঙ্গল টপার।ধারাবাহিকটি এবার ৭.৫ রেটিং তুলে নিয়ে প্রমাণ করল—রহস্য আর অ্যাকশনে ভরপুর গল্প এখনও দর্শকের প্রথম পছন্দ।
দ্বিতীয় স্থানে যুগ্মভাবে জায়গা করেছে ‘পরিণীতা’ (Parineeta) এবং ‘ফুলকি’ (Phulki)। দুটোই ৬.৯ পয়েন্ট পেয়ে একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাম লিখিয়েছে। একদিকে ফুলকির রিংয়ে ঘাম-রক্ত-অশ্রুর লড়াই, অন্যদিকে পরিণীতার সামাজিক টানাপোড়েন—দুটিই ভিন্ন স্বাদের হলেও, দর্শকের ভালোবাসায় সমান ভাবে জিতে নিয়েছে। পরিণীতার সাম্প্রতিক কাহিনির মোড় ও ফুলকির নজর কাড়া অভিনয় সম্ভবত এই পয়েন্ট ধরে রাখার মূল মন্ত্র।
তৃতীয় স্থানে উঠে এসেছে ‘পরশুরাম: আজকের নায়ক’, পেয়েছে ৫.৯ রেটিং। সমাজের প্রতিচ্ছবিকে তুলে ধরা আর সাধারণ মানুষের যো’দ্ধা হয়ে ওঠার গল্প দর্শকের মনে যথেষ্ট দাগ কাটছে বলেই মনে হচ্ছে। এর পরেই আছে ‘রাঙামতি’ (৫.৮), গত সপ্তাহের তৃতীয় স্থান থেকে একধাপ পিছিয়ে গেলেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। চরিত্রদের অসামান্য অভিনয় এবং মোড় ঘোরানো গল্প ‘রাঙামতি’র কাঁধে এখনো ভরসা রাখছে দর্শক।
পঞ্চম স্থানে এবার জায়গা করে নিয়েছে ‘গীতা এলএলবি’। গত সপ্তাহের ছয় নম্বর স্থান থেকে একধাপ উঠে এসেছে এই নারী-কেন্দ্রিক ধারাবাহিকটি। আইন এবং ন্যায়বিচারের লড়াইকে ঘিরে গড়ে ওঠা গীতার যাত্রাপথ যে ধীরে ধীরে দর্শকের মন জয় করছে, তা এই পজিশন থেকেই স্পষ্ট। ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’ (৫.৪) এবং ‘কথা’ (৫.২)—যা প্রমাণ করছে, স্টার জলসার ধারাবাহিক হলেও কিছু কিছু শো এখনও লড়াইয়ে আছে।
আরও পড়ুনঃ “কাশ্মীরের মুসলিমরা হিন্দুবিদ্বেষী নয়।” হিন্দু পর্যটকদের হ’ত্যাকাণ্ডের মাঝেও কাশ্মীরি মুসলিমদের পক্ষে ভাস্বর চ্যাটার্জী! ‘ওই জায়গায় আপনি থাকলে ভালো হতো’, ‘হিন্দুবিদ্বেষী’ ভাস্বরকে কদর্য আক্রমণ নেট পাড়ার!
তবে মূল তালিকা চোখে পড়তেই বোঝা যায়—জি বাংলা একপ্রকার একতরফা রাজত্ব চালাচ্ছে। একাধিক ধারাবাহিক নিয়ে তারা প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে, যেখানে স্টার জলসার অবস্থা তথৈবচ! ‘কথা’ ট্রেন্ডিং তালিকায় উঠে এলেও মূলত দর্শকের মনোযোগ জি বাংলার দিকেই ঝুঁকে রয়েছে। গল্প বলার ধরন, চরিত্র নির্মাণ, আর আবেগের মেলবন্ধন—সবকিছুতেই যেন এখন এগিয়ে জি বাংলা। টিআরপি যুদ্ধ তাই আপাতত একতরফা! এবার এক নজরে এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে নেওয়া যাক —
TRP List of 4th Week of April, 24th April Thursday
BT •• জগদ্ধাত্রী – 7.5
2nd •• পরিণীতা, ফুলকি – 6.9
3rd •• পরশুরাম – 5.9
4th •• রাঙামতি – 5.8
5th •• গীতা এলএলবি – 5.6
Trending •• চিরদিনই তুমি যে আমার – 5.4, কথা – 5.2