এমন কোনও বঙ্গ ললনা নেই যিনি একবার না একবার হয়তো প্রেমে পড়েননি তাঁর। মিষ্টি হাসি, সাবলীল অভিনয়, সুপুরুষ চেহারা, সব মিলিয়ে একেবারে যথার্থ নায়ক তিনি। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেতা ‘অর্পণ ঘোষাল’ (Arpan Ghoshal) কে নিয়ে। অর্পণের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ‘মেয়েবেলা’র (Meyebela) ডোডো দা, কিংবা ‘বসন্ত এসে গেছে’র (Basanta Ese Geche) নিশান। এই জনপ্রিয় অভিনেতা তাঁর অভিনয়ের দক্ষতায় অল্প সময়েই পর্দায় আর দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।
‘মেয়েবেলা’য় অর্পণ এবং স্বীকৃতির অনস্ক্রিন কেমিস্ট্রি আজও বহু টেলিভিশন অনুরাগীর কাছে প্রিয়। অর্পণের সাবলীল অভিনয় দেখে দর্শকের অনেকেই বলেছিলেন, যে এমন অভিনেতা আজকাল খুব কম দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রিতে। প্রতিটা চরিত্রে তাঁর সংবেদনশীল অভিনয় মন ছুঁয়ে গেছে সকলের। বর্তমানে অর্পণকে ছোট পর্দায় নিয়মিত দেখা না গেলেও ওয়েব সিরিজ এবং সিনেমার মাধ্যমে দর্শকের সঙ্গে তাঁর সংযোগ বজায় আছে।
স্ক্রিপ্টের গভীরতা আর চরিত্রের মানে বিশ্বাসী অর্পণ, তাই পছন্দ না হলে যেকোনও কাজ তিনি হাতে তোলেন না। আর সেই কারণেই ছোট পর্দায় না থেকে, আলাদা কিছু করার চেষ্টা করে চলেছেন নতুন মাধ্যমে। ওটিটি-তে অভিনয়ের চাহিদা এবং সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে একাধিক চরিত্রে গড়ে তুলছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্পণ জানিয়েছেন তাঁর থিয়েটার থেকে টেলিভিশন এবং বড় পর্দার সফরের কথা।
থিয়েটারের মাটি থেকেই তৈরি তাঁর অভিনয়ের ভিত। সেখান থেকেই পেয়েছেন নানা অভিজ্ঞতা, তৈরি হয়েছে শিল্পের প্রতি ভালোবাসা। কিন্তু টলিউডের কাস্টিং পদ্ধতি নিয়ে তাঁর অভিজ্ঞতা খুব একটা ইতিবাচক নয়। তিনি স্পষ্টভাবেই বলেছেন, “বাংলার ইন্ডাস্ট্রিতে অডিশনের নাম করে যা হয়, তা অনেক সময়ই শুধুই ফর্মালিটি।” অভিনেতার মতে, বাংলায় এখনো খোলামেলা অডিশন খুব কমই হয়।
যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পাওয়া যায় না, যদি উপযুক্ত যোগাযোগ না থাকে। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অর্পণ বলেছিলেন, “আমি যে কয়েকটি প্রোজেক্টে সুযোগ পেয়েছি, সেগুলি থিয়েটার কিংবা পুরনো কাজের সূত্র ধরেই এসেছে।” যোগাযোগের অভাব থাকলে হয়তো অডিশনের সুযোগটাই পাওয়া যেত না— এমনই মন্তব্য করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ “তোমরা সিরিয়াল দেখছো তো, একদিন আমায় টিভিতে দেখবে!” ছোটবেলার স্বপ্নকে জেদে পরিণত করেন! হয়েছেন অভিনেত্রী, রাঙামতি হয়ে উঠতে কঠিন লড়াই করেছেন মনীষা মন্ডল!
অভিনয়কে ভালোবেসে আজও নিজের লড়াইটা চালিয়ে যাচ্ছেন অর্পণ। তাঁকে নিয়ে মেয়েদের ক্রেজ আর সমাজ মাধ্যম ফ্যানবেস নেহাৎ কম নয়, কিন্তু অভিনেতার চোখে সফলতা মানে কেবল জনপ্রিয়তা নয়, নিজের কাজ নিয়ে আত্মতৃপ্তি এবং সৎ থাকা। সে পথ যতই কঠিন হোক না কেন, তাতেই বিশ্বাস রাখেন অর্পণ। আপনাদের অর্পণের অভিনয় কেমন লাগে? আবার কি ছোট পর্দায় দেখতে চান?