শুধু স্বপ্ন দেখলেই কি তা পূরণ হয়? বাস্তবে পা রাখলে বোঝা যায়, সফলতা মানে শুধুই গ্ল্যামার নয়, এর পিছনে লুকিয়ে থাকে হাজারো লড়াই আর অশ্রু। অনেকেই ভাবেন, ছোটপর্দার অভিনেত্রীদের জীবন মানেই আলো ঝলমলে দুনিয়া। কিন্তু এই রঙিন পর্দার আড়ালেও রয়েছে কষ্টের কাহিনি। এমনই এক লড়াইয়ের গল্প বললেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অন্বেষা হাজরা।
এই মুহূর্তে ‘আনন্দী’ ধারাবাহিকে অন্বেষার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ছোটপর্দার ঊর্মি চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। কিন্তু এই জায়গায় পৌঁছনোর রাস্তা ছিল কাঁটায় ভরা। কখনও দিনের পর দিন অপেক্ষা, কখনও বা কোনও অডিশনের উত্তরের অপেক্ষায় রাত জেগে কাঁদা—এইসবই ছিল অন্বেষার জীবনের এক সময়ের কঠিন অধ্যায়।
এক সংবাদমাধ্যমে নিজের কেরিয়ারের প্রথম দিককার অভিজ্ঞতা শেয়ার করেছেন অন্বেষা। জানিয়েছেন, “কর্মজীবনে বহুবার ধাক্কা খেয়েছি। অনেক সময় কোনও চরিত্রের জন্য নির্বাচন করা হলেও, পরে আমাকে বাদ দেওয়া হয়েছে।” এমনকি এমন ঘটনাও ঘটেছে, যেখানে কাজের অফার পেয়ে কাজ শুরু করেও হঠাৎ তাঁকে প্রোজেক্ট থেকে বের করে দেওয়া হয়।
এই অপমান গিলে নিয়েই আবারও নতুন করে শুরু করেছিলেন অন্বেষা। চোখের জল লুকিয়ে নিজেকে তৈরি করেছেন আরও শক্তভাবে। “অনেক কেঁদেছি, কিন্তু মানসিকভাবে ভাঙিনি। মনে একটা জেদ ছিল যে, আমি পারব”—এই আত্মবিশ্বাসই ছিল তাঁর সবচেয়ে বড় অস্ত্র।
আরও পড়ুনঃ রাজ চক্রবর্তীর বলিউডে ডেবিউ! পুরনো গল্প নিয়েই আসছে রাজের প্রথম হিন্দি ওয়েব সিরিজ! তবে বদলে দেওয়া হলো নাম! মুখ্য চরিত্রে কারা?
আজ সেই অন্বেষা বাংলা টেলিভিশনের এক আদৃত নাম। দর্শকদের মন জিতে নিয়েছেন তাঁর অভিনয় দক্ষতায়। আর এই জায়গা তিনি পেয়েছেন শুধুমাত্র তাঁর জেদ, পরিশ্রম আর নিজের উপর অটুট বিশ্বাসের জোরে। কাজ থেকে বের করে দেওয়া হলেও কখনও হাল ছাড়েননি—সেই কারণেই আজ তিনি সফল।