একদিকে ‘মহানায়ক উত্তম কুমারের’ (Mahanayak Uttam Kumar) নাতি, চিত্রজগতের নামজাদা পরিবার, আর একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ, এই পরিচয়ের আড়ালেই লুকিয়ে রয়েছে এক অন্য ‘গৌরব চট্টোপাধ্যায়’ (Gourab Chatterjee) । অনেকেই মনে করেন তিনি হয়তো রাজকীয় জীবনেই বড় হয়েছেন, জীবনের কোনও কষ্টই হয়তো তাঁকে ছুঁতে পারেনি। কিন্তু বাস্তবটা একেবারেই উলটো! অভিনেতা নিজেই অকপটে জানিয়েছেন, তাঁর শৈশব কেটেছে অভাবের মধ্যেই। মহানায়ক উত্তমকুমারের উত্তরসূরি হলেও, তাঁর পরিবারে আর্থিক নিরাপত্তা ছিল না।
এদিন এক সাক্ষাৎকারে গৌরব জানান, “উত্তম কুমার মহানায়ক ছিলেন পারিশ্রমিকও নেহাত কম ছিল না। সেই সূত্রেই সবাই মনে করেন এত প্রতিপত্তি আর সম্পত্তি তিনি রেখে গিয়েছেন, যে আমাদের কাজ না করলেও আরাম করেই জীবন কেটে যাবে। কিন্তু এটা সম্পূর্ণ সত্যি নয়, ছোটবেলা থেকে অনেক অভাবের মধ্যেই বড় হয়েছি।” তিনি আরও বলেন, “বাড়িতে যখন খাবার থাকে না, পরের দিন কি রান্না হবে এই নিয়ে মা-বাবারা দুশ্চিন্তা করেন, সন্তানরা ঠিকই বুঝতে পারে আমিও এমন দিন কাটিয়ে এসেছি।”
শুধু আর্থিক সংকট নয়, সেই সময় মানসিক চাপও প্রবল ছিল। পুজোর সময় নতুন জামা কেনাও ছিল বিলাসিতার সমান। গৌরব বলেন, “ছোটবেলা থেকে অনেক ধার দেনার মধ্যে দিয়ে বড় হয়েছি, মা-বাবা সব সময় দুশ্চিন্তায় থাকতো। আমরাও আতঙ্কে থাকতাম, আজ খাওয়া হয়েছে কাল হবে তো? এখন লোক সেই অভিজ্ঞতা জানতে চাইলে বলি, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না।” তিনি বলেন তাঁর জীবনের সেই অজানা লড়াই, যা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেন না।
অভিনেতা আরও মনে করেন, অনেক সময় বাইরের চাকচিক্য মানুষকে বিভ্রান্ত করে। তাঁদের বোঝা দরকার, প্রত্যেকের জীবনে একটা অদৃশ্য যুদ্ধ চলে। তাই তিনি বলেন, “লোকের ধারণা পাল্টানো সম্ভব নয়, কিন্তু সবার নিজের জীবনে আলাদা আলাদা স্ট্রাগল রয়েছে। তার জুতোয় না দাঁড়িয়ে সেটা বোঝা সম্ভব না। অভিনেতার পরিবারে জন্মালেই যে সোনার চামচ নিয়ে বড় হতে হবে এমনটা কিন্তু নয়।” তিনি তুলে ধরেন তাঁর জীবনে ওই সোনার চামচ তো ছিলই না, বরং শৈশব কেটেছে কাঁটার আঘাতে।
আরও পড়ুনঃ টেলিকাস্ট-এর আগেই বাধাপ্রাপ্ত নতুন সব সিরিয়াল! কোন কারণে থেমে গেল স্টুডিওপাড়ার আসন্ন সব ধারাবাহিকের কাজ? আদৌ টেলিকাস্ট হবে?
গৌরবের এই প্রকাশ্য স্বীকারোক্তি শুধুই তাঁর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাই নয়, বরং অনেকেই যাঁরা স্টারকিডদের দেখলেই একরাশ ঈর্ষা বা ভুল ধারণা পোষণ করেন, তাঁদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, যে সব নামী পরিবারে জন্ম মানেই নয় বিলাসবহুল জীবন। কখনও কখনও সেই পরিচয়ের আড়ালেই লুকিয়ে থাকে হাজারটা লড়াই, হাজারটা ত্যাগের গল্প। আজ গৌরবের জীবনে সেই অধ্যায় শেষ হয়েছে, এখন তিনি একজন সফল অভিনেতা।