টেলিভিশনের তাঁর যাত্রা শুরু প্রায় এক দশক আগে। বরাবরই তাঁর সাবলীল অভিনয় এবং দৃঢ়তা আপামর সিরিয়ালপ্রেমিদের মুগ্ধ করেছে। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেত্রী ‘পল্লবী শর্মা’ (Pallavi Sharma) কে নিয়ে। ২০১৬ সালে স্টার জলসার ‘কে আপন কে পর’ (Ke Aapon Ke Por) ধারাবাহিক দিয়ে বাঙালির ঘরে ঘরে পৌঁছে যান। তাঁর ‘জবা’ চরিত্রের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। এরপর জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) তে সেই জেদী ‘পর্ণা’ আজও মনে করেন দর্শক।
চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে নিম ফুলের মধু, তবুও মানুষ এখনোও পল্লবীকে ‘পর্ণা’ বলেই ভাবেন। ইন্ডাস্ট্রিতে পল্লবীর আরও একটি পরিচয় আছে, তাঁকে সবাই ‘টলিকুইন’ বলে ডাকেন। কারণ হিসেবে শোনা যায়, পল্লবী নাকি যে ধারাবাহিকে কাজ করেন, রাতারাতি তুমুল জনপ্রিয়তা লাভ করে সেটাই। টলিকুইনের জীবন যদিও এতোটা সহজ ছিল না। ব্যক্তিগত জীবনে বহু ওঠাপড়া সঙ্গী হয়েছে তাঁর।
ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে পিসির কাছে বড় হওয়া, আর পরবর্তীতে সেই পিসির মৃত্যু, সবটাই যেন তাঁকে একা পথ হাঁটার শিক্ষা দিয়েছে। আজ তিনি থাকেন একা, নিজের ছোট্ট ফ্ল্যাটে। টেলিভিশনের ঝলমলে দুনিয়ায় যেখানে ক্যামেরার আলোতে আর পার্টি করতে মশগুল থাকেন সকলে, সেখানেই নিজের একান্ত জগতে সুখী তিনি। বন্ধুর সংখ্যা হাতে গোনা, এই নিঃসঙ্গতাই যেন তাঁর প্রিয়।
একাকীত্বকে দুর্বলতা নয়, বরং শক্তিতে পরিণত করেছেন পল্লবী। নিজেকে বরাবর পার্টি, মদ আর বিতর্ক থেকে দূরেই রেখেছেন। কাজই তাঁর ধ্যান-জ্ঞান, আর অভিনয়ই জীবনের একমাত্র আরাধনা। এই পরিশ্রম, নিষ্ঠা আর চরিত্রের প্রতি ভালোবাসার স্বীকৃতি মিলল ‘টেলিসিনে অ্যাওয়ার্ড ২০২৫’ -এর মঞ্চে। বহু পরিচিত মুখকে টপকে পল্লবী জিতে নিলেন ‘সেরা অভিনেত্রীর’ খেতাব।
আরও পড়ুনঃ ২০ হাজার টাকার ব্যাগ, বারবার ব্র্যান্ডের নাম! ‘লাক্সারি ব্যাগ’ দেখিয়ে আনন্দ প্রকাশ করতেই, তুমুল বিতর্কের মুখে মধুবনী! নেটিজেনরা বলছেন, “কেউ কি ব্র্যান্ডেড ব্যাগ ব্যবহার করেনি নাকি? দাম বলে লোককে অপমান করার এত সস্তা মানসিকতা কেন?”
এককথায় বলা যায়, গ্ল্যামার বেছে না নিয়ে, অভিনয় বেছে নিয়েই তিনি দেখালেন— নিঃসঙ্গতার মধ্যেও জয়ী হওয়া যায়। আর এই জয়ের মূলে যে চরিত্র, সেটি হল জি বাংলার ‘নিম ফুলের মধু’র ‘পর্ণা’। এক সাহসী, স্বপ্ন দেখা, সাদামাটা ঘরের মেয়ের চরিত্রে তিনি এমন প্রাণ সঞ্চার করেছিলেন, যা বাংলা টেলিভিশনের দর্শকদের হৃদয়ে আজও টাটকা। এদিন তিনি বলেছেন, কিছুদিন পরেই আবার ফিরবেন নতুন চমকে! কতটা উৎসাহী আপনারা?