টলিউডে নতুন পর’কীয়ার গুঞ্জন! বন্ধ দরজার ওপারে যা ঘটল, তাতে হতবাক টলিপাড়া! পার্টির মধ্যেই চুমুতে মত্ত বিবাহিত অভিনেতা-অভিনেত্রী! গোপন মুহূর্ত ফাঁ’স হতেই সরগরম ইন্ডাস্ট্রি!

বিনোদন জগৎ (Entertainment Industry) মানেই নিত্যনতুন সম্পর্কের সমীকরণ। কখন কে কার প্রেমে পড়ে, কার সঙ্গে ভাঙন ধরে, এই নিয়ে গুঞ্জন যেন পিছু ছাড়ে না। আর সেই সম্পর্ক যদি তৈরী হয় ব্যক্তিগত জীবনের সীমারেখা টপকে, তাহলে তো কথাই নেই! এমনই এক নতুন গুঞ্জনে সরগরম এখন টলিউড (Tollywood) । এবার চর্চার কেন্দ্রে এক দম্পতি নায়ক ও এক দাপুটে নায়িকা। দুজনেই বিবাহিত, আলাদা সংসারে তাঁদের। কিন্তু সম্প্রতি তাঁদের ঘিরে যা কানাঘুষো চলছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো!

নায়ক বরাবরই একটু ভিন্ন ধাঁচের। ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে বিদেশে উচ্চশিক্ষা শেষ করে এসেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর বুদ্ধিমত্তা ও রুচি নিয়ে আলোচনা বহুদিনের। অন্যদিকে, এই নায়িকাকে চেনেন না এমন কেউ নেই। গ্ল্যামার জগতের চাপে ভেঙে না পড়ে তিনি বরং আরও শক্তপোক্ত করে তুলেছেন নিজের অবস্থান। বড় প্রযোজনায় কাজ, ইন্ডাস্ট্রির সেরা পরিচালকদের সঙ্গে জুটি, একের পর এক হিট, সবই আছে তাঁর ঝুলিতে।

তাই এই দুই তারকাকে এইভাবে একসঙ্গে দেখার দৃশ্য যে এক নতুন কৌতূহল তৈরি করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি, শহরের এক প্রভাবশালী ব্যক্তির উদ্যোগে একটি প্রাইভেট পার্টির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন টলিপাড়ার নামজাদা অভিনেতা, পরিচালক থেকে শুরু করে প্রযোজক পর্যন্ত। আর সেখানেই ঘটেছে কাণ্ড। ঘরের দরজা বন্ধ থাকলেও ভিতরের কাণ্ড বাইরে ছড়াতে বেশি সময় লাগেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, একান্ত মুহূর্তে নায়ক-নায়িকাকে চুম্বনে মগ্ন অবস্থায় দেখা গিয়েছিল। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল, যেন চারপাশের কিছুই তাঁরা টের পাচ্ছেন না। জ্ঞান ফিরতেই শুরু হয় অস্বস্তি, কানাঘুষো, আর প্রশ্ন, তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কী? নায়িকার ব্যক্তিগত জীবন এমনিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। অতীতে তাঁর বিয়ে নিয়ে উঠেছিল বহু প্রশ্ন। সম্পর্ক লুকিয়ে রেখে হঠাৎ বিয়ের ঘোষণা, সমাজ মাধ্যমে রীতিমতো ঝড় উঠেছিল তখন। একইভাবে নায়কও নিজের বিয়ে নিয়ে বেশ চাপা।

আরও পড়ুনঃ মোহনা অন্তঃসত্ত্বা, জানতে পারলে শুভ! তবে, আদি-মোহনার ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতে পেরে শুভ কী সিদ্ধান্ত নেবে? রায় বাড়ি ত্যাগ করবে কি শুভলক্ষী?

দুজনের বিয়েই প্রেম থেকে শুরু, তাই তাঁদের হঠাৎ এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখে অনেকে বেশ অবাক। টলিপাড়ায় কান পাতলে এখন শুধুই তাঁদের নাম শোনা যায়। কেউ বলছেন, ওটা নেহাতই আবেগের মুহূর্ত, তো কেউ বলছেন, গল্পটা অনেক দিনের। নায়িকা নাকি মাঝেমধ্যেই দেখা করেন তাঁর সঙ্গে, সেটাও একান্তে। আবার অনেকেই বলছেন, এটা সাময়িক ঘনিষ্ঠতা, টিকবে না। তবে জল্পনা কিন্তু কমার নাম নেই। পর্দার আড়ালের এই সম্পর্ক কতটা বাস্তব, কতটা গল্প, তা সময়ই বলবে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page