নতুন অতিথির (Baby) আগমনে এবার পরিপূর্ণ হল ‘গৌরব মণ্ডল’ (Gourab Mondal) এবং ‘চিন্তামণি ডায়না’র (Chintamani Diana) সংসার। দীর্ঘদিন ধরে টলিউডের চেনা মুখ গৌরব এখন পর্দায় খুব একটা ধরা দেন না, আর তাঁর বিদেশিনী স্ত্রী চিন্তামণি দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে বসবাস করছেন ভারতের বৃন্দাবনে। তাঁদের প্রেমকাহিনি ঠিক যেন এক আধুনিক যুগের রাধাকৃষ্ণ উপাখ্যান। রাশিয়ান চিন্তামণি ছোটবেলা থেকেই ইস্কন পরিবেশে বড় হয়েছেন। সেই সূত্রেই ভারতে আসা, আর এরপরেই গৌরবের সঙ্গে পরিচয়।
প্রেম থেকে বাগদান, আইনি বিয়ে, সব পেরিয়ে অবশেষে সামাজিক বিবাহ হয় ২০২৫ সালের জানুয়ারিতে, সেই বৃন্দাবনেই। চিন্তামণি এবং গৌরবের প্রেমকাহিনিতে আলাদা করে নজর কেড়েছিল তাঁদের সংস্কৃতির পার্থক্য পেরিয়ে একে অপরের প্রতি গভীর টান। চিন্তামণি শুধুই গৌরবকে ভালোবেসে দেশ ছাড়েননি, রীতিমতো গ্রহণ করেছেন ভারতীয় জীবনধারাও। বাংলার অভিনেতা গৌরবের সঙ্গে তাঁর বিবাহ।
পরবর্তীতে সাংসারিক জীবন একেবারে ব্রজভূমিকে ঘিরেই আবর্তিত। এদিকে চিন্তামণির পূর্বতন পরিচয়ও কম চমকপ্রদ নয়। রাশিয়ার সারাটোভ শহরে জন্ম, ছোট থেকেই কৃষ্ণভক্তির আবহে বড় হওয়া। আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সুবাদেই প্রথমবার ভারতে আসা, আর তারপরই থেকে গেলেন এখানে। গৌরব মণ্ডল চিন্তামণির সঙ্গে পরিচয়ের আগে টেলি অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন।
খোলাখুলি প্রেমের সেই সম্পর্ক শেষ হয়ে যায় করোনাকলে। তারপর তিনি এক নতুন অধ্যায়ের সূচনা হয় চিন্তামণিকে ঘিরে। গৌরব ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন, আর কৃষ্ণভক্তির পথেই ধীরে ধীরে পরিবার গড়ে তোলেন চিন্তামণির সঙ্গে। তাঁদের সম্পর্কের আধ্যাত্মিকতা অনেকের মন ছুঁয়েছে। এবার সেই গল্পে নতুন সংযোজন, মে মাসের শেষেই বৃন্দাবনে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন চিন্তামণি ডায়না।
আরও পড়ুনঃ কমলিনী হাতের আংটির ব্যাপারে জিজ্ঞাসা করতেই ভিরমি খেলো চাঁদু! কমলিনী এই ভন্ড চাঁদুর মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে পারবে কী? জমজমাট চিরসখা
এখনই অবশ্য সদ্যোজাতের মুখ প্রকাশ করেননি তাঁরা। তবে মেয়ের এক মাস পূর্তিতে প্রকাশ্যে এসেছে খুশির খবর। ফুটফুটে রাজকন্যার নাম রেখেছেন ‘রসমৃতা রাধে দাসী’। নিজেদের সমাজ মাধ্যমে সুন্দর একটি ভিডিওর মাধ্যমে সুখবর ভাগ করেছেন তাঁরা। কৃষ্ণপ্রেম আর পরিবারের ভালোবাসায় ভরপুর তাঁদের এই নতুন জীবনের সূচনায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
দুর্গাপুর ধ’র্ষণ কান্ডে মুখ্যমন্ত্রীর ‘রাত ৮টা’ মন্তব্যে ক্ষোভ টলিপাড়ায়, সোশ্যাল মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ঋদ্ধি-ঋত্বিক-রুদ্রনীলের