“সৌম্যর সঙ্গে ঢাকঢোল পিটিয়ে প্রেম করব!” “আমরা হরিহর আত্মা!”— দেবলীনার মুখে প্রেমের খোলামেলা স্বীকারোক্তি! আইনি বিচ্ছেদের আগেই জীবনের নতুন অধ্যায় শুরু! তথাগত কচি মেয়েতে মজতেই নতুন প্রেম নিয়ে খুল্লামখুল্লা দেবলীনা!

টলিপাড়ার এক বহুচর্চিত বন্ধুত্ব ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা। অভিনেত্রী ‘দেবলীনা দত্ত’ (Debolina Dutta) এবং অভিনেতা ‘সৌম্য বন্দ্যোপাধ্যায়’ (Shoumo Banerjee), তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন যেন ফুরোতেই চায় না। ব্যক্তিগত জীবনে দু’জনেই এক সময়ে বিবাহিত ছিলেন। সৌম্য বিচ্ছেদের কথা জানালেও, দেবলীনা আর তথাগতর আইনি বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসেনি। তাও বহুজনের কৌতূহল, তবে কি এই বন্ধুত্বের আড়ালেই লুকিয়ে আছে এক নতুন সম্পর্কের সম্ভাবনা?

এই প্রশ্নের উত্তর বহু বারই দিয়েছেন সৌম্য। তবে এবার সামনে এলেন দেবলীনা নিজেই। জানালেন, এই সম্পর্ক নিখাদ বন্ধুত্বের, তার বাইরে কিছু নয়। তাঁর কথায়, প্রথম যখন তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়, তখনই সমাজ বিচার করে ফেলেছিল, তাঁরা নিছক বন্ধু নন। অভিনেত্রীর মতে, এমন অকৃত্রিম বন্ধুত্ব অনেকেই বুঝে উঠতে পারেন না। তবে দেবলীনার বিশ্বাস, সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আর যদি প্রেম থাকত, তাও সময়ের সঙ্গে প্রকাশ্যে এসেই যেত।

দেবলীনার কথায়, তিনি এবং সৌম্য ‘হরিহর আত্মা!’ অনেকেই বলেন, বন্ধুত্ব থেকেই জন্ম নেয় প্রেম। আবার বিয়ের পর সেই বন্ধুত্ব হারিয়ে যাওয়ার উদাহরণও কম নয়। দেবলীনার বক্তব্যেও এই বাস্তবতা স্পষ্ট। তিনি বলেন, তাঁর ব্যক্তিগত সম্পর্কে যে ভাঙন এসেছে, তার জন্য কোনও বন্ধুত্ব দায়ী নয়। বরং কিছু বিষয়ে চুপ থাকাই শ্রেয় মনে করেন অভিনেত্রী। ব্যক্তিগত জটিলতা থাকলেও বন্ধুত্বের উপর তাঁর বিশ্বাস অটুট।

তবে শুধু দেবলীনা-সৌম্য নন, তাঁদের বন্ধুত্বের বৃত্তে রয়েছেন আরও এক মুখ্য ব্যক্তি— অভিনেতা নারায়ণ সিন্‌হা। দেবলীনার কথায়, জীবনের কঠিন সময়ে যাঁরা পাশে থেকেছেন, তাঁদের মধ্যে একজন সৌম্য যেমন, তেমনই অন্যজন নারায়ণ। এই তিন বন্ধু নিজেদের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ বলে মনে করেন। যদিও ক্যামেরার সামনে সৌম্য-দেবলীনার উপস্থিতি বেশি থাকায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনাই বেশি হয়।

আরও পড়ুনঃ মাত্র তিন বছরেই সম্পর্কের ইতি! ফের তারকাদম্পতির বিবাহ বিচ্ছেদ ঘিরে তুমুল চর্চা! স্বপ্নের জুটির হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক অনুরাগীরা! কোন কারণে সুখের সংসার ভাঙতে চলেছে তাঁদের? চেনেন এই দম্পতিকে?

দেবলীনা স্পষ্ট করে জানিয়েছেন, জীবনে নতুন প্রেম বা সম্পর্কে জড়াতে তাঁর কোনও আপত্তি নেই। বরং সমাজ মাধ্যমে নিজের ‘সেপারেটেড’ তকমা বদলাতে প্রস্তুত তিনি। আর যদি কখনও সৌম্যর সঙ্গে প্রেমে জড়ান, তা হলে সেটা একেবারেই প্রকাশ্যে আনবেন। তাঁর কথায়, “লুকিয়ে কিছু নয়, সৌম্যর সঙ্গে সম্পর্কে জড়ালেই ঘোষণা করে প্রেম করব।” এই মন্তব্যে তাঁদের সম্পর্কের জল্পনা হয়তো থামবে না, তবে এই মুহূর্তে তাঁদের সম্পর্ক শুধুই বন্ধুত্ব, তা আরও একবার বুঝিয়ে দিলেন দেবলীনা।