দুর্গাপুজোর আবহ তৈরি হয় মহালয়া থেকেই। ভোররাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনেই ঘুম ভাঙে বাঙালির। সেখান থেকেই শুরু হয় দেবীপক্ষ, আর সূচনা হয় পুজোর মূল উৎসবের। প্রতি বছর বিভিন্ন চ্যানেল মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে স্টার জলসার মহালয়া (Star Jalsha Mahalaya) অনুষ্ঠান বেশ জনপ্রিয়, বিশেষ করে অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick) -এর ‘দুর্গা’ রূপ দর্শকের মনে বিশেষ প্রভাব ফেলে।
চলতি বছরেও সেই ধারাবাহিকতা বজায় রেখে ফের স্টার জলসার মহালয়ায় ‘দেবী দুর্গা’ রূপে দেখা যাবে কোয়েলকে। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে স্টার জলসার মহালয়া মানেই কোয়েল মল্লিকের মহিমা। একমাত্র ২০২১ সালে ব্যতিক্রম ঘটেছিল, যখন কোয়েল কালার্স বাংলার মহালয়া অনুষ্ঠানে দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু এবার আবার তিনি ফিরছেন নিজের চেনা আসনে। ইতিমধ্যেই ‘মহিষাসুরমর্দিনী’ পর্বের শ্যুট শুরু হয়ে গিয়েছে।
সেই মুহূর্তের এক ঝলক শেয়ার করেছেন কোয়েল নিজেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে তাঁর হাতে রাঙা আলতা, মোটা শাঁখা-পলা আর আলতার উপরে কলকার ডিজাইন—সব মিলিয়ে একেবারে পূজোর গন্ধ ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। যদিও এখনও পর্যন্ত কোয়েলের পূর্ণ ‘দুর্গা’ রূপ সামনে আসেনি, তবুও তাঁর এই এক ঝলক ছবি থেকেই অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। কোয়েল মল্লিকের এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “কোয়েল মানেই সৌম্য রূপ, তিনিই দুর্গা রূপে যোগ্য।”

দর্শকদের মতে, কোয়েলের মধ্যে এক আভিজাত্য এবং সহজ সরল সৌন্দর্য আছে, যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আর এই কারণেই মহালয়ার ‘দেবী দুর্গা’ হিসেবে তাঁকে দেখতে দর্শকরা অপেক্ষা করে থাকেন। কোয়েলের অভিনয়শৈলীতে যেমন কমার্শিয়াল ছোঁয়া আছে, তেমনই রয়েছে সাংস্কৃতিক মাধুর্য। ছোট পর্দা হোক বা বড় পর্দা, কোয়েল সবসময় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে জানেন। দুর্গা রূপেও তাঁর সেই সংযত অথচ দাপুটে উপস্থিতি দর্শকদের মনে দেবীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করে তোলে।
আরও পড়ুনঃ “সন্ধ্যা রায় আমায় সন্তানস্নেহ করতেন!” “‘মাস্টার রিন্টু’ অঞ্জন চৌধুরী আর তরুণ মুখার্জীর শিষ্য, কিন্তু ইন্ডাস্ট্রি আজ তাঁকেই ভুলে গেছে!”— শিশুশিল্পী হয়েও ২০০ চরিত্রের অভিজ্ঞতা, আজ নিঃশব্দে লড়ছেন জীবনযুদ্ধ! কোথায় হারিয়ে গেলেন ‘মাস্টার রিন্টু’? টলিউডে কেন নেই ঠাঁই?
তাঁর চোখের ভাষা, ভঙ্গিমা এবং দেহভাষা এমনই যে, ‘মহিষাসুরমর্দিনী’ রূপে তিনি যেন সত্যিই দশভুজা। সব মিলিয়ে বলা যায়, স্টার জলসার মহালয়ায় কোয়েল মল্লিকের প্রত্যাবর্তন যেন আগাম দুর্গাপুজোর আনন্দের ঢেউ নিয়ে এসেছে বাঙালির ঘরে ঘরে। এবারের মহালয়া অনুষ্ঠানে তাঁর পূর্ণ রূপ কেমন হবে, সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। কোয়েলের মতন সাবলীল এবং মাটির কাছাকাছি থাকা একজন অভিনেত্রীকে দুর্গা হিসেবে পাওয়া সত্যিই এক বড় পাওনা বাঙালির কাছে।






‘যা পরিস্থিতি মধুবনীকেও বলতে ভয় লাগছে ইউ লুক গুড ইন শাড়ি! ঋজুর বোকামির দায় যেন আমারও!’ সহ অভিনেতা রাজা গোস্বামীর মন্তব্যে বিত’র্ক টলিপাড়ায়