রিল জীবনে কখনও খলনায়িকা তো কখনও প্রতিবাদী চরিত্রে নজর কেড়েছেন। কিন্তু বাস্তব জীবনের মঞ্চে এবার যেন একেবারে ভেঙে পড়লেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। ছোটপর্দার পরিচিত মুখ তিনি। টানা ১৪ বছর ধরে একের পর এক মেগায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তবে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে, যা তাঁর ব্যক্তিগত জীবনকে রীতিমতো ওলোটপালট করে দিয়েছে। সংবাদমাধ্যমে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ এনেছেন স্বামী অরিন্দমের বিরুদ্ধে। আর সেই অভিযোগের কেন্দ্রে এক টেলিভিশনের জুনিয়র আর্টিস্ট।
রিয়ার দাবি, অনেক দিন ধরেই অরিন্দমের আচার-আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করছিলেন তিনি। মাঝরাতে আসা ফোন, কথায় কথায় অস্বস্তিকর পরিস্থিতি—সব মিলিয়ে সন্দেহের বীজ যেন তৈরি হচ্ছিল ভিতরে ভিতরে। তিনি জানান, একসময় অরিন্দম বলেছিলেন যে ওই মেয়েটি তাঁর ‘বোনের মতো’। এমনকি ওই জুনিয়র আর্টিস্ট রুমেলিও একবার ফোন করে তাঁকে আশ্বস্ত করেছিল। কিন্তু বাস্তবটা যে এতটা ভিন্ন হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি রিয়া। বুধবার সকালে তাঁর হাতে যে প্রমাণ এসে পৌঁছয়, তা দেখে নাকি পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে তাঁর।
রিয়ার অভিযোগ, অরিন্দম দীর্ঘদিন মালদায় থাকার সময়ে ওই জুনিয়র আর্টিস্ট রুমেলির সঙ্গে একসঙ্গে লিভ-ইনে ছিলেন। স্থানীয় এক চালকের মুখ থেকেই প্রথমে এই খবর পান তিনি। ড্রাইভারটি জানান, ঘর পরিষ্কার করার সময় এমন কিছু জিনিস পাওয়া যায়, যা স্পষ্টতই একটি প্রেমের সম্পর্ককেই ইঙ্গিত করে। রিয়া বলেন, “আমি মাত্র ৬ মাসে একবার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওরা সেখানে নিয়মিত একসঙ্গেই থাকত।” তিনি আরও জানান, মালদায় থাকাকালীন একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অরিন্দম। আর তার মূল অস্ত্র ছিল, ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি।
এখানেই থেমে থাকেননি রিয়া। জানান, বুধবার সকালে ইন্ডাস্ট্রিরই আর এক অভিনেত্রীর গার্লফ্রেন্ড ফোন করে জানান যে একসময় তাকেও একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন অরিন্দম। কিন্তু তখন মুখ খোলার সাহস হয়নি তাঁর। কারণ হিসেবে জানিয়েছিলেন, “তোমরা দুজনেই এত জনপ্রিয়, যে তখন কিছু বলতে পারিনি।” এতকিছুর পর রিয়া জানান, “আমি ভেবেছিলাম মিউচুয়াল ডিভোর্সের মাধ্যমে সব মিটিয়ে নেব। কিন্তু আজকের ঘটনা জানার পর আমার সিদ্ধান্ত বদলে গিয়েছে।”
আরও পড়ুনঃ “বংশগৌরব আর প্রতিভা মানুষকে চেনায় না!” “আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল!” “অনেক তারকাই সমাজে চলতে শেখেনি, তাই ক্ষিপ্ত!”— পিসি মমতা শঙ্করকে কটাক্ষ ভাইঝি শ্রীনন্দার! মমতার বিরুদ্ধে দাঁড়ালেন পরিবারের সদস্য! শ্রীনন্দার স্পষ্ট বার্তা ঘিরে নয়া বিতর্ক!
রিয়ার আক্ষেপ, “এই ইন্ডাস্ট্রিতে অনেক মেয়ে আসে স্বপ্ন নিয়ে। অথচ এমন কিছু মানুষ আছে যারা সেই স্বপ্নকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করে। ভাবতেও কষ্ট হয় যে, আমার সবচেয়ে কাছের মানুষটাই এই কুকর্মের সঙ্গে জড়িত।” বর্তমানে তিনি ‘অমরসঙ্গী’ ধারাবাহিকে অভিনয় করছেন। পর্দায় জিনিয়ার ছদ্মবেশে যেমন রহস্য লুকিয়ে রাখছেন, বাস্তবেও যেন এক গভীর বেদনার গল্প লুকিয়ে রয়েছে রিয়ার জীবনে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।