স্টারকিড হয়েও পর্দার আড়ালেই থেকে গেলেন সুপ্রিয়া কন্যা সোমা বন্দ্যোপাধ্যায়! আদর করে উত্তমকে ‘বাবি’ বলে ডাকতেন, কি অবস্থা এখন তাঁর? কোথায় আছেন এখন উত্তম কুমারের সেই কন্যা?

টলিউডের (Tollywood) কিংবদন্তি অভিনেত্রী ‘সুপ্রিয়া দেবী’ (Supriya Devi) প্রয়াত হলেও, তাঁর উত্তরাধিকার আজও বেঁচে আছে তাঁর কন্যা ‘সোমা বন্দ্যোপাধ্যায়’ (Soma Banerjee) এবং নাতি ‘শন বন্দ্যোপাধ্যায়ের’ (Sean Banerjee) মাধ্যমে। ছোটবেলা থেকেই সুপ্রিয়াদেবীর সঙ্গে মেয়ের ছিল এক অদ্ভুত সখ্যতা। উত্তম কুমারকে (Uttam Kumar) ‘বাবি’ বলে ডাকলেও, তার সঙ্গে মায়ের সম্পর্ক নিয়ে কখনও কোনও মন্তব্য না করে, মায়ের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছেন সোমা। বিয়ে করেন মৃগেন বন্দ্যোপাধ্যায়কে, সন্তান হয় দুটি।

সেই সোমাই সম্প্রতি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রেখেছেন! চলতি বছরে ৭০ বছরে পদার্পণ করেছেন তিনি। জন্মদিনের সেই আনন্দঘন মুহূর্তে পরিবারের সকলেই ছিলেন একসঙ্গে। দুই পুত্র, বউমা, নাতি-নাতনিদের নিয়ে জাঁকজমকভাবে পালিত হয়েছিল সোমার ‘সপ্তদশতিতম’ জন্মদিন। কেক কাটা থেকে শুরু করে পারিবারিক ছবি—সবকিছুতেই ছিল ভালবাসার ছোঁয়া। অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় তাঁর মা সোমার জন্মদিন উপলক্ষে সমাজ মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন —‘৭০তম শুভ জন্মদিন মা’।

মায়ের জন্মদিনে যে শুধু ছেলে-নাতিরাই হাজির ছিলেন তা নয়, অতিথি তালিকায় ছিলেন অভিনেত্রী মুনমুন সেন এবং তাঁর কন্যা রাইমাও। উল্লেখ্য, অভিনয় জগতে শন ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই জায়গাতেই সমান জনপ্রিয় তিনি। শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’-তে দেখা যাবে শনের অভিনয়। এর আগে ‘রোশনাই’ ধারাবাহিকে তাঁর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের।

তবে ব্যস্ততার মধ্যেও শন সবচেয়ে বেশি ভালোবাসেন নিজের পরিবারকে। বিশেষ করে ভাইপোর সঙ্গে তাঁর মিষ্টি সম্পর্ক ধরা পড়ে প্রায়ই ইনস্টাগ্রামে। সোমা বন্দ্যোপাধ্যায় এখন পুরোপুরি পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। আলোচনার কেন্দ্রবিন্দু থেকে অনেকটাই দূরে থাকলেও, তিনি ছিলেন এবং আজও আছেন এক অনন্য ব্যক্তিত্ব। নিজের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্তে ছিলেন সংযত, পরিপক্ব। সুপ্রিয়া দেবীর মেয়ে হিসেবে তাঁর জীবনে যেমন আলো ছিল, তেমনি ছিল কিছু অনুচ্চারিত ছায়াও।

আরও পড়ুনঃ “জিৎ বড় হিট দিতে পারেনি! দেব অনেকটাই এগিয়ে, জিৎ বরং পিছিয়ে এখন!” “দর্শক চাইলে দেব-শুভশ্রী আবার একসঙ্গে কাজ করবে!”— ‘ধূমকেতু’ প্রসঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির ভবিষ্যত নিয়ে চিরঞ্জিতের খোলামেলা বিশ্লেষণ!

কিন্তু সব কিছুর মাঝেও পরিবারের মঙ্গল এবং মায়ের মর্যাদা রক্ষাই ছিল তাঁর প্রথম অগ্রাধিকার। সাত দশক পার করে ফেললেও সোমা বন্দ্যোপাধ্যায় আজও সেই একই আত্মিক দৃঢ়তা নিয়ে বেঁচে আছেন। একজন মা, একজন কন্যা এবং একজন সংবেদনশীল মানুষ হিসেবে তাঁর জীবনের এই সফর নিঃসন্দেহে অনুপ্রেরণার। সুপ্রিয়া দেবীর উত্তরাধিকার বহন করে চলা এই নারীর জীবনের প্রতিটি অধ্যায়ই যেন একেকটি নিঃশব্দ সাফল্যের গল্প।