‘আজ সরোজিনীর শেষ দিন…’, মাত্র ৩ মাসেই বন্ধ মেগা, চোখের জল বাঁধ ভাঙল নায়িকার!

ছোট পর্দায় প্রতিদিন দর্শকদের মনে জায়গা করে নেওয়া কোনও চরিত্র বা ধারাবাহিক যদি হঠাৎই বন্ধ হয়ে যায়, তা নিয়ে দর্শকদের যেমন খারাপ লাগে, তেমনি মন ভার হয়ে যায় কলাকুশলীদেরও। সম্প্রতি এমনটাই ঘটল স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিক ‘বুলেটে সরোজিনী’র সঙ্গে।

মাত্র তিন মাসেই ইতি টানল ‘বুলেটে সরোজিনী’। বৃহস্পতিবার হয়ে গেল শেষ দিনের শ্যুটিং। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন দিয়া বসু (সরোজিনী) ও অভিষেক বীর শর্মা (রণদীপ)। শেষ দিনের শ্যুটিংয়ে আবেগ ধরে রাখতে পারলেন না তাঁরা। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজেই জানালেন মনখারাপের কথা।

লাইভে দিয়া বলেন, ‘‘আজ ‘বুলেট সরোজিনী’র শেষ শ্যুট। এরপর থেকে আর আমরা এই চরিত্রগুলো হয়ে উঠব না। আমাদের জার্নিটা ছোট হলেও খুব স্মরণীয় হয়ে থাকবে।’’ পাশাপাশি অভিনেত্রীর গলায় ধরা পড়ল কষ্টের সুর— ‘‘এত কম সময়েও আমরা এতটা জড়িয়ে পড়েছিলাম যে, বিদায়টা খুবই কঠিন। প্রায় কোনও ছুটি ছাড়াই আমরা শ্যুট করতাম, তাও আনন্দে।’’

দিয়ার পাশাপাশি অভিষেক জানান, ‘‘আমরা প্রায় ২৪ ঘণ্টাই কাজ করতাম। মাত্র ৪-৫ ঘণ্টা বিশ্রামের পর ফের শুরু হত শ্যুটিং।’’ দিয়া বলেন, ‘‘এই জার্নিতে আমরা একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলাম যে পুরো ইউনিটটাই একটা পরিবার হয়ে উঠেছিল। মেকআপ রুমেও আমরা প্রচণ্ড আনন্দ করতাম।’’

এই কয়েক দিনের মধ্যেই ‘রণজিনী’ জুটি যে জনপ্রিয়তা পায়, তাতে অবাক হয়েছেন দুই অভিনেতাই। দিয়া বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় যেভাবে দর্শকরা আমাদের নিয়ে পোস্ট করছেন, তা দেখে খুব আবেগে ভেসে যাচ্ছি। সত্যিই খারাপ লাগছে, কারণ আর কখনও সরোজিনী হব না।’’ অভিষেকও বলেন, ‘‘এই স্বল্প সময়ে যে ভালোবাসা পেয়েছি, তা আজীবন রয়ে যাবে।’’

আরও পড়ুনঃ “জিৎ বড় হিট দিতে পারেনি! দেব অনেকটাই এগিয়ে, জিৎ বরং পিছিয়ে এখন!” “দর্শক চাইলে দেব-শুভশ্রী আবার একসঙ্গে কাজ করবে!”— ‘ধূমকেতু’ প্রসঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির ভবিষ্যত নিয়ে চিরঞ্জিতের খোলামেলা বিশ্লেষণ!

প্রসঙ্গত, ৩০ জুলাই থেকে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’, সন্ধ্যে ৬:৩০টায়। আগে এই সময় ‘গীতা এলএলবি’ সম্প্রচারিত হত, যার সময় পরিবর্তন করে সন্ধ্যে ৫:৩০ করা হয়েছে। আর ওই সময়েই চলত ‘বুলেটে সরোজিনী’। ফলে তখন থেকেই গুঞ্জন উঠেছিল এই ধারাবাহিক বন্ধ হতে চলেছে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। উল্লেখ্য, কিছুদিন আগে ধারাবাহিকের স্টুডিয়োয় আগুন লাগলেও ‘বুলেটে সরোজিনী’র সেট অক্ষত ছিল।