এবার দুর্গাপুজোতে বাংলা কাঁপাতে পর্দায় আসছেন ভারতের স্বাধীনতা আদায় করা দুই ডাকাত! চলতি বছরের পুজোয় বাংলা সিনেমার বড় চমক হতে চলেছে দেব (Dev) অভিনীত ‘রঘু ডাকাত’ (Raghu Dakat), একথা আগেই জানা গেছিল। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, এসভিএফ আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকমহলে উন্মাদনা ছিল তুঙ্গে। এবার প্রকাশ্যে এসেছে ছবির অফিসিয়াল টিজার, মুক্তি পেয়েছে স্বাধীনতা দিবসের সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে।
টিজারে দেখা মিলেছে বাংলার বাঘ ‘রঘু ডাকাত’-এর তেজস্বী রূপ, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মা কালীর আশীর্বাদে। ইংরেজদের হাত থেকে গরিব মানুষদের রক্ষা করা এবং ভেতরের বিশ্বাসঘাতকদের দমন করার লক্ষ্যেই অবিচল সে। এই লড়াই শুধুমাত্র শক্তির নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার এক অদম্য প্রতিজ্ঞা। ছবির কাহিনীতে যেমন উত্তেজনা, তেমনই চমক রয়েছে চরিত্র বাছাই ও লুক-এ। দেবকে দেখা যাবে এক সাহসী ডাকাতের চরিত্রে, যার চোখেমুখে ঝরে পড়েছে দৃঢ়তা ও বিদ্রোহের আগুন।
রূপা গঙ্গোপাধ্যায় হাজির হয়েছেন ডাকাত মা চরিত্রে—হাতে অস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক, আর চোখে এক তীক্ষ্ণ চাহনি যা যেন নিজেই কথা বলছে। সোহিনী সরকার অভিনয় করছেন গুঞ্জা চরিত্রে, আর ইধিকা পাল রয়েছেন সৌদামিনী চরিত্রে— দুজনেই সাহসী নারী যোদ্ধা, যারা এক কোপে শত্রুর বিনাশ করার মতো দক্ষতায় ভরপুর। সবচেয়ে বেশি নজর কেড়েছেন অনির্বাণ, যিনি ছবিতে খলনায়ক অহিন্দ্র বর্মনের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর ভয়ঙ্কর লুক দেখে হঠাৎ করেই ভেসে উঠতে পারে ‘গুপি বাঘা ফিরে এল’র দুষ্ট সাধু চরিত্রের স্মৃতি!
চরিত্রের সঙ্গে মানানসই গেটআপ ও মেকআপে অনির্বাণ একেবারে নতুনভাবে ধরা দিয়েছেন। পরিচালক ও মেকআপ টিমের সৃজনশীলতা এই লুকে স্পষ্ট, যা টিজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। অন্যদিকে, এই পুজোয় দেবের ‘রঘু ডাকাত’-এর পাশাপাশি দর্শকদের জন্য থাকছে জিৎ (Jeet) অভিনীত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ (Keu Bole Biplabi Keu Bole Dakat) । পথিকৃৎ বসুর পরিচালনায় তৈরি এই ছবির ফার্স্ট লুক এবং প্রস্তুতির নানা মুহূর্ত ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, জিৎ লাঠি চালনার প্রশিক্ষণ নিচ্ছেন, শান্তনু মৈত্র সঙ্গীতের সুর বাঁধছেন।
আরও পড়ুনঃ ফুটপাথে বিক্রি হওয়া হুবহু এক মাল ‘প্রিমিয়াম প্রাইসে’! চড়া দামে সস্তার ব্যাগে নিজেদের নামের ‘সেলিব্রিটি ট্যাগ’ লাগিয়ে বিক্রি করছেন রাজা-মধুবনী! প্রমাণসহ চালাকি ধরিয়ে দিতেই, মহিলাকে সরালেন দু’জনে!
প্রস্থেটিক মেকআপে নতুন লুকে জিৎকে পরীক্ষা করা হচ্ছে। স্বাধীনতার লড়াইয়ে জড়িয়ে থাকা চরিত্রে জিৎকে দেখার জন্যও দর্শকদের আগ্রহ বাড়ছে দিন দিন। ফলে, এবারের দুর্গাপুজোয় দুই মেগাস্টারের দুই ঐতিহাসিক লুক আর অ্যাকশন-পূর্ণ গল্পে যেন আগাম দ্বৈরথ শুরু হয়ে গেছে। একদিকে দেব লড়বেন ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যদিকে জিৎ হাজির হবেন স্বাধীনতার স্বপ্ন বুনতে। তবে একটি বিষয় স্পষ্ট, এই পুজোয় দুই ছবিই বড়পর্দায় নিয়ে আসবে দেশাত্মবোধ, অ্যাকশন আর চমকে ভরা এক নতুন অভিজ্ঞতা। আপনারা কাকে দেখার জন্য বেশি উৎসাহী?
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!