“যেমন মা, তেমন ছেলেও ঠুঁটো জগন্নাথ, লজ্জাহীন আচরণ!” “এতো ন্যাকামি ও দাম্ভিকতা যে নিজের প্লেটটাও ধরতে পারেন না!”— অন্যের হাতে থালা রেখে ভোগ খেলেন ঋতুপর্ণা, লক্ষ্মীপুজোর ভিডিও ঘিরে ঋতুপর্ণা ও তাঁর ছেলেকে নিয়ে চরম কটাক্ষ! সমাজ মাধ্যমে চড়ছে বিতর্কের পারদ!

প্রতি বছরের মতো এই বছরও সোহম চক্রবর্তীর বাড়িতে লক্ষ্মীপুজোয় (Lakshmi Puja) ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই চলেছে প্রস্তুতি, সাজসজ্জা, ভোগের গন্ধ আর অতিথিদের আসা–যাওয়া। পুজোর দিনে লাল পাঞ্জাবিতে সেজেছিলেন সোহম, আর সাদা শাড়িতে পাশে ছিলেন তাঁর স্ত্রী তনয়া। পুজোর ব্যস্ততার মাঝেও দু’জনের হাসি আর অতিথিদের সঙ্গে খুনসুটি যেন দিনটাকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। বেশ অনেক বছর ধরেই নিজের পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেই পুজো পালন করেন সোহম।

এদিন সন্ধ্যা নামতেই সোহমের বাড়িতে যেন বসেছিল ছোটখাটো তারকামেলা। টলিউডের একাধিক জনপ্রিয় মুখ হাজির হয়েছিলেন সেই পুজোয়— কাঞ্চন মল্লিক, অঙ্কুশ হাজরা, আরও অনেকেই এসেছিলেন পুজোর আনন্দ ভাগ করে নিতে। তাঁদের উপস্থিতিতে হাসি-ঠাট্টায় জমে উঠেছিল আড্ডা। তবে যিনি সবার নজর কেড়েছিলেন তিনি ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta)। স্নিগ্ধ সাজে বন্ধুর বাড়ির আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন তিনি। কিন্তু এখানেও যেন বিতর্ক পিছু ছাড়ল না তাঁর!

প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির স্পেশাল স্ক্রিনিং এর রাজভবন উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে রাজ্যপালের সঙ্গে ছবি দেখা এবং আলাপচারিতা করেছিলেন। তাঁর অতিরিক্ত উন্মুক্ত ব্লাউজ এবং অসঙ্গতিপূর্ণ আচরণে কটাক্ষের ঝড় উঠেছিল সমাজ মাধ্যম জুড়ে। কিছুটা সেই রেশ টেনেই এবার সোহমের বাড়ির লক্ষ্মীপূজায় আবার কটাক্ষবিদ্ধ হলেন তিনি। এদিন সমাজের মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে দেখা যাচ্ছে পুজোর ভোগ খেতে এবং চামচে করে ছেলেকে খাইয়ে দিতে।

তবে বিতর্ক কোন জায়গায়? আসলে অভিনেত্রী নিজের হাতে ভোগ খেলেও তার জন্য থালা ধরে দাঁড়িয়ে আছেন অন্য একজন মহিলা। এটাকে অনেকে অত্যন্ত দাম্ভিক এবং ক্ষমতার অপব্যবহার হিসাবে দেখছেন। সমাজ মাধ্যমে কেউ কেউ লিখেছেন, “বলছি ম্যাডাম আপনি কি প্লেটটা ধরে খেতে পারেন না? তার জন্য কি হেলপ এর দরকার হয়?” একজন যেমন বলেছেন, “লক্ষ্মী পুজোতে এসেও ন্যাকামো শুরু হয়ে গেছে। কচি খুকি, নিজের হাতে প্লেট নিয়ে খেতে পারেন না! যেমন মা তার তেমন ছেলে, একেবারে ঠুঁটো জগন্নাথ!”

আরও পড়ুনঃ “স্বতন্ত্রকে পেয়ে না পেয়েই এত নাটক!” “শুধু কমলিনীর জীবনেই না, পার্বতী সর্বনাশ ডেকে আনছে ধারাবাহিকেও!”— পার্বতীর আচরণে ক্ষুব্ধ ‘চিরসখা’প্রেমীরা! এই নাটকীয় প্রেমে হাঁফিয়ে উঠেছেন অনেকেই, তবে কি তাঁর জন্যই ডুবতে বসেছে ‘চিরসখা’ ধারাবাহিক?

অন্যজনের কথায়, “লজ্জাহীন মহিলা! অন্য একজনের হাতে রেখে প্লেটটা খাচ্ছেন এবং ছেলেকে খাওয়াচ্ছেন। বিবেক বলে কিছু নেই, একটা মেয়ের প্লেটটা ধরে দাঁড়িয়ে আছে সে যেই হোক না কেন এটা কি করা উচিত? উনার অত বড় দামরা একটা ছেলে সঙ্গে করে নিয়েছে ছেলেটার হাতে প্লেটটা ধরা তারপরে মা ছেলেকে খা দুজনে মিলে ছি ছি!” কেউ আবার কটাক্ষ করেছেন, “পুজোর সময় এর বাড়ি ওর ঘুরে বেড়াচ্ছে, নিজের বাড়িতে কি পূজো করে না এই মহিলা?” শেষ একটা কথা না বললেই নয়, অভিনেত্রী বিতর্ক এড়িয়ে চললেও, বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না!