অভিজাত হোটেলের শেফ থেকে জনপ্রিয় অভিনেতা— প্রত্যাখ্যান, লড়াই আর বিশ্বাসে গড়া রেমোর জীবন সংগ্রাম, হার মানাবে আর সিনেমার গল্পকেও!

অভিজাত হোটেলের রান্নাঘর থেকে সরাসরি টলিপাড়ার আলো ঝলমলে দুনিয়ায়— রেমোর জীবনযাত্রা এক কথায় সিনেমার মতোই রঙিন! কাকুঁড়গাছি ফুলবাগানের সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই অভিনেতা আজ দর্শকের পরিচিত মুখ। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-তে খলনায়ক ‘বান্টি’-র চরিত্রে অভিনয় করছেন। কিন্তু এই জায়গায় পৌঁছতে যে সহজ রাস্তা পেরিয়ে আসেননি রেমো, তা তিনি নিজেই অকপটে স্বীকার করেন।

অভিনেতা জানান, ছোটবেলা থেকেই তাঁর পরিবারে নাটকের গন্ধ ছিল। তাঁর ঠাকুরদা একসময় মিনার্ভা থিয়েটারে উৎপল দত্তের সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন। তবে রেমোর নিজের পথ ছিল একেবারে আলাদা— অভিনয় নয়, শুরুটা হয়েছিল রান্নার জগত দিয়ে। ‘হোটেল ম্যানেজমেন্ট’-এ পড়াশোনা শেষ করে তিনি এক অভিজাত পাঁচতারা হোটেলে শিক্ষানবিশ শেফ হিসেবে কাজ শুরু করেন। তখনও হয়তো ভাবেননি, জীবনের মশলার গন্ধ একদিন ক্যামেরার আলোয় এমনভাবে ছড়াবে!

পড়াশোনার ফাঁকেই প্রথম ধারাবাহিক ‘বধূবরণ’-এর সুযোগ আসে তাঁর জীবনে। সেসময় প্রতিদিনের পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ টাকা। কিন্তু ছোট সেই টাকার বিনিময়ে রেমো কিনেছিলেন নিজের স্বপ্নের প্রথম টিকিট। একের পর এক অডিশন, প্রত্যাখ্যান, সংগ্রাম— সব কিছু পার করে তিনি অবশেষে পৌঁছন পরিচালক অরুণ রায়ের ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’ ছবিতে দীনেশের চরিত্রে। এখান থেকেই সত্যিকারের অভিনয়যাত্রা শুরু হয় তাঁর।

রেমো হাসতে হাসতে বলেন, “১০ বছর আগে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম— টালিগঞ্জের উত্তমকুমারের মূর্তির পাশে আমার ছবির পোস্টার একদিন লাগবে। আজ সেটা হয়েছে।” কঠিন সময়ের স্মৃতি এখনও তাঁকে অনুপ্রেরণা দেয়। একসময় তিনি নিজেই অডিশনের জঞ্জাল থেকে নিজের ছবি কুড়িয়ে এনেছিলেন, আর আজ সেই মুখ দর্শকের প্রিয়।

আরও পড়ুনঃ “প্রত্যেকে আজ নিজেকে নায়ক-নায়িকা মনে করাটা সুস্থতা নয়, এটা একটা মহামারী!” “সেজেগুজে প্রতি মুহূর্তে রিল বানাতে হলে, জীবনটা তো ওখানেই শেষ!”— সোশ্যাল মিডিয়ার লাইক-ফলোয়ারের দৌড়ে তরুণ প্রজন্মের মানসিক চাপ নিয়ে অকপট অন্বেষা দত্তগুপ্ত!

অভিনয়ের পাশাপাশি রেমো সমান যত্ন নেন নিজের ফিটনেসের। শরীরচর্চা তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরণের প্রতিশ্রুতি নিজের প্রতি। সম্প্রতি তিনি ফিটনেস প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। সামনে আরও নতুন ধারাবাহিক ও ছবির কাজ— কিন্তু রেমো জানেন, সফলতার এই রান্না তৈরি হয় ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাসের আগুনে।