একটা সময় দাপিয়ে বেরিয়েছেন সিনেমার পর্দা থেকে রাজনীতির মঞ্চ! তবে একাকীত্ব‌ই এখন সঙ্গী জর্জ বেকারের! জন্মদিনে পাঁজর ভেঙে অসুস্থ, বললেন— “কেউ খোঁজও রাখে না”

প্রায় ৮০ বছর বয়স জর্জ বেকারের। একসময় বাংলা সিনেমা ও রাজনীতির মঞ্চে সমানভাবে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু আজ সেই জর্জ বেকারই যেন সময়ের আড়ালে। পর্দা, আলো, ক্যামেরা— সবকিছু থেকে অনেক দূরে এখন তাঁর দিনযাপন। আজ, ২৮ অক্টোবর, তাঁর জন্মদিন। কিন্তু এই বিশেষ দিনেও আনন্দ নয়, বরং ব্যথা আর একাকীত্বই সঙ্গী তাঁর।

অভিনেতা নিজেই জানালেন, সম্প্রতি পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। নিউটাউনের বাড়ির বেসমেন্টে দুর্ঘটনাটি ঘটে। হাতে ভারী জিনিস ছিল, সেই সময়ই পড়ে গিয়ে ভেঙে যায় পাঁজরের দু’টি হাড়। জর্জ বলেন, “এখন যন্ত্রণায় আছি। এই জন্মদিনে ভয়ে ভয়েই আছি, যেন কিছু না হয়!” বয়সের ভার আর শারীরিক কষ্ট মিলিয়ে এখন তাঁর দিন কাটছে সম্পূর্ণ বিশ্রামে।

২০১২ সালে অনীক দত্তর ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতেই শেষবার দেখা গিয়েছিল তাঁকে। তারপর আর বড়পর্দায় দেখা যায়নি জর্জ বেকারকে। কেন এমন দূরত্ব? অভিনেতা বলেন, “এখন আর অভিনয় করতে ইচ্ছে করে না। মনে হয়, ইন্ডাস্ট্রিও আমায় নিয়ে আর আগ্রহী নয়। কেউ খবরও নেয় না।” তাঁর কণ্ঠে মিশে ছিল একরাশ অভিমান, কিন্তু একই সঙ্গে তাতে ছিল বাস্তবের ম্লান ছোঁয়া।

এক সময় রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। বিজেপির হয়ে কাজ করেছেন, প্রচারে নেমেছেন। কিন্তু এখন সেই আগ্রহও উধাও। বলেন, “বয়স হয়েছে। রাজনীতি করার মতো শক্তি আর নেই। এখন শুধু শান্তিতে থাকতে চাই।”

আরও পড়ুনঃ “আমি পার্টনারের কথা শুনে চলি না, আমার কথাই শেষ কথা!”— সম্পর্ক নিয়ে অকপট রণিতা দাস! সৌপ্তিক অতীত এবার কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী?

প্রতিবছর জন্মদিনে বন্ধুবান্ধব এসে ভিড় জমাতেন তাঁর বাড়িতে। হতো কেক কাটা, খাওয়া-দাওয়া, হাসি-আড্ডা। কিন্তু এবারের জন্মদিন একেবারেই অন্যরকম। না আছে অতিথির আনাগোনা, না আছে উৎসবের আমেজ। নিঃশব্দ, নির্জন এক জন্মদিন কাটাচ্ছেন জর্জ বেকার— একসময় যিনি ছিলেন বাংলার পর্দার অন্যতম উজ্জ্বল মুখ। সময়ের সঙ্গে বদলে গিয়েছে আলো, কিন্তু তাঁর নাম আজও অমলিন রয়ে গিয়েছে দর্শকদের স্মৃতিতে।

You cannot copy content of this page