“বুবলাই মাকে ভুল বুঝলেও কমলিনী সবসময় চায় তাকে আগলে রাখতে, হাজার হোক প্রথম সন্তান!”- নতুন মোড় ‘চিরসখা’-য়, বুবলাইয়ের রাগে তুঙ্গে পারিবারিক টানাপোড়েন! বুবলাই কি ঠিক করছে, বিয়েটার কি সত্যিই প্রয়োজন ছিল, কী বলছেন সুদীপ-অপরাজিতা?

এই মুহূর্তে স্টার জলসার ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকে উত্তেজনার পারদ চড়ছে চরমে! একদিকে বুবলাই যখন ধীরে ধীরে নতুন কাকু আর মায়ের প্রতি সব রাগ অভিমান ভুলে আদর্শ ছেলে হতে চেষ্টা করছিল, অন্যদিকে আবার পরিবারের বাকি লোকেরা কমলিনীর সঙ্গে নতুন যে প্রতারণা করেছে, সেটা নিয়ে ভীষণ ক্ষুব্ধ। পার্বতীকে মেনে নেওয়া নিয়ে, অনেকেই নতুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

তবে, ‘চিরসখা’ কমলিনী কিন্তু নতুন ঠাকুরপোর এই নয়া অধ্যায়ের শুরু নিয়ে ভীষণ খুশি। সে বরাবরই চাইত যেন নতুন ঠাকুরপো সংসারী হয় বিয়ে করে। বাড়ির বাকিদের মতো নতুন আর পার্বতীর বিয়েতে এসে কমলিনী জানতে পারে যে, তাঁর জীবনে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। নতুন সবাইকে জানায় যে, পার্বতী নয় বরং কমলিনী তাঁর স্ত্রী। অজান্তেই আইনি বিবাহের কাগজে কমলিনী সই করেছে।

এই সত্যিটা সামনে আসার পরেই কার্যত আবার অশান্তির পরিবেশ তৈরি হয়। যেখানে কমলিনীর বড় ছেলে বুবলাই, মায়ের বিয়ে বয়কট করে বাড়ি ত্যাগ করেছে। অন্যনাও রেগে যায়, এতকিছু করেও নতুন আর কমলিনীকে আটকাতে না পেরে। তবে, সবচেয়ে বেশি দোটানায় পড়ে যায় কমলিনী নিজেই! একদিকে সে চায় নতুনকে আপন করে নিতে, কিন্তু সবার আপত্তি দেখে পিছিয়ে যায় সে।

এই নিয়ে সম্প্রতি ধারাবাহিকের মূল চরিত্র নতুন অর্থাৎ সুদীপ মুখোপাধ্যায় এবং কমলিনী, অপরাজিতা ঘোষ দাসকে পর্দার বাইরে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলতে শোনা গেল, “সংসার আজীবন ধরেই করছে স্বতন্ত্র আর কমলিনী। তবে, সত্যিকারের স্বামী-স্ত্রী হিসেবে এবার পথচলা শুরু হচ্ছে। অনেকের ক্ষেত্রেই এই শুরুটা অনেক সহজ হলেও, কমলিনীর ক্ষেত্রে একটা বিষয় একটু আলাদা।

আরও পড়ুনঃ মেয়ের জন্মের জন্ম চার মাসের মাথাতেই ছোটপর্দায় ‘মিশকা’ হয়ে ঝড় তুলতে ফিরছেন অভিনেত্রী অহনা দত্ত? অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে

সে তিনটে পরিণত সন্তানের মা, সেটা মাথায় রেখেই তাকে সবসময় চলতে হয়। যেহেতু বুবলাই কমলিনীর প্রথম সন্তান, তার প্রতি স্নেহটাও অনেক বেশি। যতই বুবলাই মাকে খারাপ ভাবুক, কমলিনী-স্বতন্ত্র সবসময় চায় তাকে আগলে রাখতে। তিনটে সন্তানকে নিয়ে সুখে থাকতে, হাজার হোক ছোট থেকে স্বতন্ত্র তাদের বাবার দায়িত্ব পালন করেছে।” ধারাবাহিকে পরবর্তিতে নাকি আসছে আরও বিশেষ চমক, ইঙ্গিত দিয়েছেন দু’জনেই! তাই চোখ রাখতেই হবে ধারাবাহিকের প্রতিটি পর্বে।